করোনা বিপর্যয়ে দুঃস্থ মানুষদের পাশে দাঁড়ালো দিনহাটার 'রাজদীপ হেল্প টু নাইট' সংস্থা
গত মাস দুয়েক আগেই দিনহাটা মহকুমায় 'রাজদীপ হেল্প টু নাইট' নামে একটি সংস্থা শুরু করেছে রাজদীপ নামের দিনহাটা কলেজে ফার্স্ট ইয়ারে পাঠরত এক পাঠক। রাজদীপ তার সংস্থার পক্ষথেকে প্রতিদিন রাত্রে বেলা ভবঘুরেদের খাবার খাওয়াতো।
কিন্তু বর্তমানে করোনা আতঙ্ক গোটা বিশ্বকে গ্রাস করে নিয়েছে। দেশে দেশে চলছে লকডাউন, একই নিয়মে লকডাউন চলছে আমদের দেশেও। তাই রাজদীপ তার সংস্থার পক্ষথেকে বর্তমানে খাবারের অভাবে থাকা কিছু দুঃস্থ মানুষদের হাতে চাল সবজি তুলে দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। রাজদীপ জানায় তার এই ধরনের উদ্যোগ প্রতিদিন চলতে থাকবে।
Social Plugin