SER-23, বাঁকুড়া,৮এপ্রিল :
একের পর এক অঘটন ঘটেই চলেছে বাঁকুড়ায় । কখনো অগ্নিকান্ড , আবার কখনো ভূমিকম্প এ ছাড়াও রয়েছে করোনা আতঙ্ক । শুশুনিয়া পাহাড়ের আগুন নিয়ন্ত্রিত হতে না হতেই আবারও অগ্নিসংযোগ । এবার কোনো পাহাড়ে বা জঙ্গলে নয়, এবার খোদ বড়জোড়া বাজার সংলগ্ন এলাকায় । আগুনের লেলিহান শিখায় ভস্মীভূত প্রায় শতাধিক দোকান ।
স্থানীয়সূত্রে জানাযায় , আনুমানিক বিকেল তিন' টা থেকে সাড়েতিনটা নাগাদ ঘটনাটি ঘটে । শর্টসার্কিট থেকেই আগুন লেগেছে বলে তাদের অনুমান ।
খবর পেয়ে দমকল বিভাগের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন ।
Social Plugin