করোনা মোকাবিলায় ২১ দিনের লক ডাউন শেষ হতে চলেছে আগামি ১৪ই এপ্রিল। যদিও, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লক ডাউন বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন। শনিবার সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সাথে বৈঠকের পর সিদ্ধান্ত চুড়ান্ত হবে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যে ওড়িশা সরকার প্রথম রাজ্য হিসেবে লক ডাউন বাড়িয়ে দিয়েছে। এবার সেই পথ অনুসরণ করলো পাঞ্জাব সরকার। শুক্রবার এই সিদ্ধান্তের কথা জানাল পাঞ্জাব সরকার। ৩০শে এপ্রিল পর্যন্ত লক ডাউন রাখার কথা ঘোষনা করলো পাঞ্জাব সরকার। 


লক ডাউনের জেরে কর্মহীন মানুষ। টান পড়ছে পেটে। বহু মানুষ ভিনরাজ্যে। তবুও সংক্রমণ ঠেকাতে লক ডাউনের সিদ্ধান্ত নিতে হচ্ছে। ভারত একটা বিশাল দেশ। জনসংখ্যাও প্রচুর। জন ঘনত্ব বেশি হওয়ার কারনে সংক্রমণ ঠেকানো মুশকিল। সামাজিক দূরত্ব মেনে চলাও বেশ চাপের। আর এর জেরেই সংক্রমণ বাড়তে পারে বলে মনে করছে অনেকেই। 

প্রসঙ্গত, দিন যতই বাড়ছে ততই বাড়ছে সংক্রমণের সংখ্যা। করোনা মোকাবিলায় কেন্দ্র ও রাজ্যগুলি এক জোটে কোমর বেঁধে নেমে পড়েছে। একাধিক পদক্ষেপ নেওয়া স্বত্বেও এখনো বহাল সংক্রমণের হার।