pic source: coochbehar police fb page 
করোনার থাবা সারা বিশ্বে। করোনার গ্রাস থেকে বাঁচতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশে দেশজুড়ে চলছে ২১ দিনের লক ডাউন। করোনা মোকাবিলায় কেন্দ্র ও রাজ্য সরকারের তরফে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। রাজ্যের তরফ থেকে গঠন করা হয়েছে একটি রিলিফ ফান্ড। মুখ্যমন্ত্রী, রাজ্যপাল থেকে শুরু করে একাধিক সংস্থা, সাংসদ ও সেলিব্রিটিদের দেখা গেছে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইমার্জেন্সি রিলিফ ফান্ডে সাহায্যের হাত বাড়াতে। 

কোচবিহার জেলা পুলিশের পক্ষ থেকেও সেই সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হল। ৯ই এপ্রিল কোচবিহার জেলা পুলিশের পক্ষ থেকে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইমার্জেন্সি রিলিফ ফান্ডে ১২ লক্ষ ৩১ হাজার ৩০০ টাকা তুলে দেওয়া হলI এই অনুদানে জেলার সকল স্তরের সমস্ত পুলিশকর্মী , সিভিক এবং হোমগার্ডদের অবদান রয়েছেI এর আগেও একাধিক ভাবে মানুষের পাশে থেকে এসেছে কোচবিহার পুলিশ। এবার করোনা মোকাবিলাতেও বেশ তৎপরতার সাথে কাজ করে যাচ্ছে তাঁরা। মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদান দিয়ে নজির গড়ল এবার।
বর্তমান পরিস্থিতিতে ছাত্র-ছাত্রীদের জন্য লেখাপড়ায় সহযোগিতার উদ্দেশ্যে  একলব্য প্রকাশনী, একলব্য গবেষক গোষ্ঠী এবং সংবাদ একলব্যের যৌথ উদ্যোগে নতুন প্রয়াস
একলব্য e-পাঠশালা

নজর রাখুন আমাদের ফেসবুক পেজে


কোচবিহার পুলিশের এমন পদক্ষেপের প্রশংসা করেছে বিশিষ্ট জনেরা। পুলিশকর্মী , সিভিক এবং হোমগার্ডরা সাহায্যের হাত বাড়াতে পেরে খুশি।