করোনা সংক্রমণ রুখতে দেশব্যাপী চলছে লক ডাউন। লকডাউনে গৃহবন্দি থাকলেও শিক্ষকরা উচ্চ মাধ্যমিকের খাতা দেখতে পারছেন না। করোনা আবহের জেরে ২১ তারিখের পরীক্ষার পরেই স্থগিত হয়ে যায় উচ্চ মাধ্যমিক পরীক্ষা। ফলে তিনটি পরীক্ষা এখনও বাকি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের। একাদশের সবাইকে দ্বাদশে উত্তীর্ণ করা হবে বলে ইতিমধ্যেই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। কিন্তু সূত্রের খবর, জুন মাসেই হবে উচ্চ মাধ্যমিকের বাকি পরীক্ষা। এনিয়ে এখনও কোনও নির্দেশিকা জারি করেনি সরকার।

নিয়মিত আপডেট পেতে আমাদের ফেসবুক পেজে যুক্ত হতে ক্লিক করুন পাশের লিঙ্কে


নিয়মিত আপডেট পেতে আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হতে ক্লিক করুন পাশের লিঙ্কে

নিয়মিত আপডেট পেতে আমাদের whatsapp গ্রুপে যুক্ত হতে ক্লিক করুন পাশের লিঙ্কে



পরীক্ষা স্থগিত ফলে জুলাই মাসের আগে ফলপ্রকাশ সম্ভব নয়। কলেজে স্নাতকে ভর্তি প্রক্রিয়া চলবে আগস্ট মাস জুড়ে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)-র সুপারিশ, কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবর্ষ জুলাই মাসের পরিবর্তে সেপ্টেম্বরে শুরু হোক। এনিয়েও রাজ্য সরকার এখনও কোনও নির্দেশিকা জারি করেননি। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় রবিবার সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, 'আমাদের কাছে মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক থেকে কোনও চিঠি আসেনি। ইউজিসির তরফেও চিঠি দেওয়া হয়নি। রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলি কিছু পরামর্শ সরকারকে দিয়েছে। ছাত্র সমাজের স্বার্থে রাজ্য সরকার তা কার্যকর করবে।' শিক্ষাবর্ষ পিছানো নিয়ে কেন্দ্রীয় সরকার কোনও নির্দেশিকা জারি না করলেও ইউজিসির সুপারিশই কার্যকর হবে বলে মনে করছে শিক্ষা মহল।

এদিকে লক ডাউনের জেরে উচ্চমাধ্যমিকের যে পরীক্ষাগুলি হয়ে গিয়েছে, তার উত্তরপত্র এখনও তাঁদের হাতে পৌঁছয়নি। সংবাদ প্রতিদিন সূত্রে খবর- উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের চারটি আঞ্চলিক অফিসকে রাজ্য সরকার একটি নির্দেশিকা পাঠাচ্ছে । 

নির্দেশিকায় বলা হয়েছে-
  • ৪ থেকে ১৫ মে-র মধ্যে রেলস্টেশন, থানা এবং ট্রেজারি থেকে আঞ্চলিক অফিসগুলি উত্তরপত্র সংগ্রহ করবে। প্রতিটি গাড়িতে দুজন করে পুলিশকর্মী থাকবেন। 
  • ৪ মে থেকে ১০ জুনের মধ্যে প্রধান পরীক্ষকদের কাছে উচ্চ মাধ্যমিকের উত্তরপত্র পৌঁছবে। 
  • পাঁচদিনের মধ্যে তাঁরা পরীক্ষকদের হাতে খাতাগুলি তুলে দেবেন। 
  • চলতি বছরে পরীক্ষকদের নিয়ে কোনও বৈঠক হবে না।
  • উত্তরপত্র বিলি করার সময় ৫ জনের বেশি পরীক্ষককে একসঙ্গে ডাকা যাবে না। 
  • প্রত্যেককে সর্তকতা মেনে কাজ করতে হবে। 
  • এই নির্দেশিকা থেকে পরিষ্কার, ১৫ জুনের আগে উচ্চ মাধ্যমিকের খাতা দেখা শুরু হবে না।