লকডাউনের ঘরবন্দী দেশবাসীর যোগাযোগের একমাত্র মাধ্যম হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া। এরই মধ্যে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে একইসঙ্গে অনেকের সাথে যোগাযোগের জন্য হঠাৎ করেই জনপ্রিয় হয়ে উঠেছে ZOOM App। এর জনপ্রিয়তার কারন এখনই একই সঙ্গে ১০০ জন ব্যবহারকারী যোগ দিতে পারেন। ফলে 'Work from Home' এর কর্মীরা, বিভিন্ন রাজনৈতিক আলোচনা বা ব্যক্তিগত আড্ডা সবেতেই ব্যবহৃত হচ্ছে এই App। যদিও এর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহল থেকে। ZOOM এর বিরুদ্ধে অভিযোগ ব্যবহারকারীদের তথ্য ফাঁস করে বিক্রি করা হচ্ছে। বৃহস্পতিবার নির্দেশিকা জারি করে এই App ব্যবহারকারীদের সতর্ক করল স্বরাষ্ট্রমন্ত্রকও।
MHA এর তরফে জানানো হয়েছে, ZOOM কোনো ব্যক্তি বা সংস্থার জন্য মোটেই নিরাপদ নয়। সংস্থার কাজে তো নয়ই, ব্যক্তিগত ভাবে কেউ নিতান্তই ব্যবহার করতে চাইলে কিছু নির্দেশ মেনে চলতে বলা হয়েছে।
নিরাপত্তা সংক্রান্ত নির্দেশগুলি হল:
১) প্রতি মিটিংয়ের সময় নতুন USER ID এবং পাসওয়ার্ড ব্যবহার করতে হবে।
২) Waiting Room সক্রিয় করতে হবে যাতে মিটিংয়ের আয়োজক চাইলেই প্রত্যেক ব্যবহারকারী যোগদান করতে পারবে।
৩) Join Before Host বন্ধ করতে হবে।
৪) Screen Sharing by Host Only কে active করতে হবে।
৫) 'Allow removed participants to re-join' বন্ধ করতে হবে।
৬) প্রয়োজন না হলে file transfer অপশন বন্ধ রাখতে হবে।
৭) প্রত্যেক সদস্য যোগ দেওয়ার পর Locking Meeting করতে হবে।
৮) Recording feature কে Restrict করতে হবে।
৯) মিটিংয়ের আয়োজক নিজে পরিত্যাগ না করে মিটিং বন্ধ করতে হবে।
Social Plugin