Latest News

6/recent/ticker-posts

Ad Code

মুখ‍্যমন্ত্রীকে রাজভবনের সঙ্গে লক ডাউন বন্ধ করার আর্জি রাজ‍্যপালের


বিশ্বজুড়ে করোনার থাবা অব‍্যাহত। ছাড় পায়নি ভারতও। প্রথম থেকেই রাজ‍্য ও কেন্দ্র সরকার একাধিক বিধি নিষেধ জারি করেছে করোনা ভাইরাসের মারণ থাবার লড়াই করতে। দেশ জুড়ে চলছে লক ডাউন। 

এবার আবারো একবার রাজ‍্যপাল জগদীপ ধনকড় রাজ‍্যের মুখ‍্যমন্ত্রী মমতা বন্দোপাধ‍্যায়ের ওপর ক্ষোভ প্রকাশ করলেন। এদিন রাজ‍্যের রাজ‍্যপাল জগদীপ ধনেকড় রাজভবনের সঙ্গে লকডাউন বন্ধ করার অনুরোধ করলেন রাজ‍্যের মুখ‍্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে।

টুইটে তিনি লিখেছেন, 'মমতা ব্যানার্জির কাছে আর্জি জানাচ্ছি, রাজভবনের সঙ্গে লকডাউন এ বার বন্ধ করুন। আমরা করোনাভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ চালাচ্ছি। রাজ্যের স্বার্থে এই সময় একসঙ্গে কাজ করা উচিত। MHA-র সতর্কতা মেনে ভুল সংশোধন করে নেওয়া উচিত। সোশ্যাল ডিসট্যানসিং মানা-না হলে তার দায় আধিকারিকদের নিতে হবে।" বলে হুঁশিয়ারি দিয়েছেন। পাশাপাশি ধর্মীয় অনুষ্ঠানের ব্যাপারেও সতর্ক থাকতে বলেছেন। 

মুখ‍্যমন্ত্রীকে ট‍্যাগ করে রাজ‍্যপালের টুইটে ফের প্রকাশ‍্যে রাজ‍্য -রাজভবন সংঘাত।

Ad Code