একদিকে যখন ভারত সহ সারা বিশ্ব মারন ভাইরাস করোনার দাপটে দিশেহারা, ঠিক তখনই হঠাৎ ঝড়ের গতিতে বেশামাল ও করুন অবস্থা কোচবিহার জেলার মরিচবাড়ীর।
গতকাল সন্ধ্যায় ভয়াবহ ঝড়ে রীতি মতো ধসে পরল মরিচবাড়ী খোল্টা অঞ্চলের প্রায় হাজার খানিক বাড়ী, আহত কয়েকশো মানুষ, মৃত এক জন। মৃতের নাম অখিল সুত্র ধর বলে জানা গেছে ।
কোচবিহার জেলার উত্তর বিধানসভা কেন্দ্রের মরিচবাড়ি খোল্টা অঞ্চল বিধ্বংসী ঝড়ে যেন ধংস স্তূপে পরিণত হয়েছে। কোথাও বাঁশ ঝাড় উপরে পরে আছে, কোথাও ঘরের চালের টিন উঁচু গাছের মাথায় ঝুলছে, কোথাও বিদ্যুৎ পরিবহণের পিলার টুকরো হয়ে গেছে। সব মিলিয়ে ভয়ঙ্কর ক্ষতিগ্রস্থ মরিচবাড়ী।
গতকাল রাতেই মৃতের পরিবারের সাথে দেখা করেন জেলা পরিষদ সদস্য তথা ৩ নং উত্তর বিধানসভা কেন্দ্র ভিত্তিক কনভেনার পরিমল বর্মণ ।
আরও পড়ুনঃ মরিচবাড়ি ঝড় বিধ্বস্ত এলাকা পরিদর্শনে প্রাক্তন বনমন্ত্রী অনন্ত রায়
Social Plugin