করোনা আতঙ্কে জেরবার দেশ। করোনা সংক্রমন রুখতে ২১দিনের লক ডাউন চলছে দেশজুড়ে। সাথে সাথে রাজ‍্য ও কেন্দ্র সরকারের তরফে একাধিক বিধি নিষেধ জারি করা হয়েছে। এমনকি বাইরের রাজ‍্য থেকে মানুষদের আসলে তাকে ডাক্তারি পরীক্ষা করার জন‍্য আশাকর্মীর কাছে যোগাযোগ বা হাসপাতালে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে। 

এর মাঝেই সীমান্তবর্তী এলাকা দিনহাটার ওকড়াবাড়ী অঞ্চলের অন্তর্গত ছোটো ফলিমারি গ্রামে আজ সন্ধ‍্যায়  উত্তরপ্রদেশ থেকে অ্যাম্বুলেন্সে করে লোক আসে বলে স্থানীয়দের অভিযোগ। 

জানা গেছে গাড়িতে মোট ৩জন ছিল যার মধ‍্যে একজন অসুস্থ। এই ঘটনার জেরে এলাকায় ব‍্যাপক চাঞ্চল‍্য ছড়িয়েছে। সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় থানায়। দিনহাটা থানার পুলিশ পৌঁছায় ঘটনাস্থলে ও পরিস্থিতি নিয়ন্ত্রনে এনে ডাক্তারি পরীক্ষার জন‍্য সকলকেই হাসপাতালে পাঠায়। জানা গেছে, যারা এসেছে তারা প্রত‍্যেকেই স্থানীয় বাসিন্দা। 

এলাকার, শিক্ষিত মানুষদের প্রশ্ন এত নিরাপত্তা থাকা সত্বেও কি করে উত্তর প্রদেশ থেকে এই গাড়ি আসলো? এরকম দায়িত্ব জ্ঞানহীনতাই ডেকে নিয়ে আসতে পারে বিপদ বলে মনে করছে এলাকার মানুষ।