করোনা মোকাবিলায় একমাত্র পথ লক ডাউন। দেশের প্রধানমন্ত্রী ৩রা মে পর্যন্ত সারা দেশ লক ডাউন ঘোষণা করলেও দেশের প্রথম রাজ্য হিসেবে তেলেঙ্গনা ৭ই মে পর্যন্ত লক ডাউন ঘোষণা করলো। সর্বস্তরে আলোচনা করে লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন চন্দ্রশেখর রাও।
রাজ্যের মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও সাংবাদিক সম্মেলনে বলেছেন, লকডাউনের মেয়াদ বাড়াচ্ছি। ৮ মে শেষ হবে মেয়াদ।এর পাশাপাশি লকডাউনের নিয়মবিধি ‘কঠোর ভাবে প্রয়োগ করা হবে’ বলেও জানিয়েছেন তিনি। ৫ মে তাঁর মন্ত্রিসভা বৈঠকে পরবর্তী কর্মপন্থা স্থির করবে। রাজ্যবাসীকে অক্ষরে অক্ষরে লকডাউনের সব নিয়মবিধি মেনে চলার আবেদন জানিয়ে তিনি আরও জানান, আসন্ন রমজান উপলক্ষ্যেও রাজ্যে কোনও জমায়েতের অনুমতি দেওয়া হবে না।
Telangana cabinet also decided to extend #Lockdown till 7th May— KTR (@KTRTRS) April 19, 2020
Police personnel who have been terrific frontline warriors in the fight against #Corona have been given a 10% increase in gross salaries 👍
Social Plugin