করোনা সংক্রমণে জেরবার দেশ। সারা দেশ জুড়ে চলছে লক ডাউন। আর এই মুহূর্তে দেশের অর্থনীতি ক্রমশ ধাক্কা খাচ্ছে। বহু মানুষ উপার্জনহীন। ঘরবন্দি জীবন কাটছে। এই পরিস্থিতিতে অনেকেরই পেটের খাবার জোগাড়েও টান পড়েছে। সম্ভব নয় বিমার টাকা মেটানোও। সব দিক নজর রেখে স্বস্তির খবর শোনালো রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থা LIC । সংস্থার তরফ থেকে জোড়া সুখবর শুনিয়েছে । এক, করোনা আক্রান্ত হয়ে মারা গেলে নিয়ম মেনেই পাওয়া যাবে বিমার টাকা। দুই, মার্চ ও এপ্রিল মাসের প্রিমিয়ামের টাকা জমা দেওয়ার সময় সীমায় বাড়ানো হয়েছে। 

শনিবার একটি প্রেস বিবৃতিতে সংস্থা জানিয়েছে, করোনা আক্রান্ত হয়ে মারা গেলে অগ্রাধিকারের ভিত্তিতেই মিল্বে বিমার টাকা; এর জন্য পরিজনদের বেশি কাঠখড় পোড়াতে হবে না। মার্চ ও এপ্রিল মাসের প্রিমিয়াম জমা দেওহ্যার মেয়াদ আরও ৩০ দিন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন করে বেড়েছে ফেব্রুয়ারী মাসের প্রিমিয়ামের জমা দেওয়ার সময় সীমা। ২২ মার্চ থেকে বেড়ে এখন তা ১৫ই এপ্রিল করা হয়েছে। 

রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থা জানিয়েছে, গ্রাহকরা বিনা খরচেই LIC এর ডিজিটাল পেমেন্ট অপশনে গিয়ে প্রিমিয়াম জমা দিতে পারবে। লাগবে কোনও সার্ভিস চার্জ। সাথে সাথে অ্যাক্সিস বা আইডিবিআই ব্যাঙ্ক থেকে জমা দেওয়া যাবে প্রিমিয়ামের টাকা। 

সাথে সাথে লক ডাউন চলাকালীন যে সব পলিসি ম্যাচিউর হয়ে গেছে তাঁদের টাকা পেতেও কোনও সমস্যা হবে না। পলিসি বন্ধ হয়ে গেলেও কোনও কারণ না দেখিয়েই চালু করা যাবে অনলাইনে।