Latest News

6/recent/ticker-posts

Ad Code

লাল-কমলা-সবুজ, তিন রঙে চেনা যাবে করোনা সংক্রমণের মাত্রা


অন্যান্য দেশের তুলনায় পিছিয়ে থাকলেও ভারতেও লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনার সংক্রমণ। এবার এই সমস্ত সংক্রমিত এলাকাগুলিকে দ্রুত চিহ্নিত করতেই লাল-সবুজ-কমলা এই তিনটি রঙের আলাদা আলাদা জোনে ভাগ করার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার।

১) দেশের যেসমস্ত জায়গায় করোনার প্রভাব সবচেয়ে বেশি সেই স্থানগুলিকে রাখা হবে লাল রঙের জোনে। এই এলাকাগুলোতে কঠোরভাবে লকডাউন পালন করা হবে। অত্যাবশ্যকীয় পণ্যের দোকান ছাড়া বাকি সবকিছু বন্ধ থাকবে।

২) তুলনামূলক ভাবে মাঝারি মানের সংক্রমণের স্থানগুলি অর্থাৎ যেখানে সংক্রমণের সংখ্যা ১৫ এর কম ও নতুন করে আর বাড়ছে না সেই এলাকাগুলিকে রাখা হবে কমলা রঙের জোনে। এখানে প্রয়োজন অনুযায়ী যানবাহন চলাচল ও কৃষিকাজের অনুমতি মিলবে।

৩) যে সব এলাকায় এখনও পর্যন্ত কেউ সংক্রমিত হয়নি সেই এলাকাগুলিকে রাখা হবে সবুজ রঙের জোনে। এখানে অত্যাবশ্যকীয় পণ্যের সাথে সাথে যানবাহনও চলবে। সঙ্গে পরিস্থিতি অনুযায়ী ক্ষুদ্র বা মাঝারি মানের শিল্প চালানো যেতে পারে।

তিনটি জোনে ভাগ করলেও সমস্ত জায়গাতেই লকডাউনের প্রাথমিক শর্ত মেনে নিরাপদ দূরত্ব বজায় রেখে চলতে হবে সকলকে।

Ad Code