![]() |
pic credit: social media |
করোনা সংক্রমণের হার ক্রমশ বেড়েই চলেছে, ভারতে করোনা আক্রান্তের সংখ্যা আট হাজারের কাছাকাছি l আজকে সর্বাধিক আক্রান্ত নয় শত পার করেছে l এই মুহূর্তে সব থেকে কার্যকরী সারা দেশে লক ডাউন, কিন্তু এই লক ডাউনকে উপেক্ষা করেই নানা অজুহাতে মানুষ বাইরে বেরোচ্ছে l
কেন্দ্র সরকার থেকে রাজ্য সরকারকে এই নিয়ে কঠোর হতে বলেছে l সেই হিসেবে রাজ্য সরকার বিভিন্ন পদক্ষেপ নিতে চলেছে l
রাজ্য পুলিশকে মুখ্যমন্ত্রী বলেছেন কাড়াকাড়ি করতে, তাঁদেরকে অবস্থা বুঝে আইনি পদক্ষেপ নিতে বলেছেন l
তাই এবার বাড়ীর বাইরে বেরোলেই মাস্ক পরে বেরোনো বাধ্যতামূলক করতে চলেছে রাজ্য সরকার l কেউ যদি মাস্ক না পরে বেরোয় পুলিশ তাকে বাড়ি পৌঁছে দেবে নতুবা তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে বলে সূত্রের খবর l
ব্য ![]() |
Social Plugin