সারা বিশ্বে করোনার প্রকোপ। ভারতও সামিল এই যুদ্ধে। করোনা সংক্রমণ রুখতে সারা দেশে চলছে লক ডাউন। এদিকে সংক্রমণ চিহ্নিত করতে প্রয়োজন কিট। কোনও টেস্ট কিটে ধরা পড়বে করোনা? এই প্রশ্ন ভাবাচ্ছে দেশবাসী তথা করোনা বিশেষজ্ঞদের। এর আগে করোনার ব়্যাপিড টেস্ট কিট বাতিল করে দেওয়া হয় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফ থেকে। তাতে উদ্বিগ্ন হয়ে ওঠেন স্বাস্থ্যকর্মী-সহ চিকিত্সকরা। টেস্ট কিট নিয়ে দেশে এপর্যন্ত যথেষ্ট চাপানউতোর রাজ্যগুলির মধ্যে। করোনা আক্রান্তদের পরীক্ষা করতে পুল টেস্টিং পদ্ধতিকেই বেছে নেওয়া হয়েছে। মে মাসের মধ্যে দেশে তৈরি হয়ে যাবে করোনা টেস্ট কিট এমনটাই জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডঃ হর্ষ বর্ধন।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডঃ হর্ষ বর্ধন জানান, 'মে মাসের মধ্যেই দেশে তৈরি করা সম্ভব হবে আরটি-পিসিআর (RT-PCR)অ্যান্টিবডি টেস্ট কিট। আপাতত প্রাথমিক পর্যায়ে আটকে এই কাজ। আইসিএমআরের অনুমোদন পেলেই শুরু হবে প্রস্তুতি। ফলে ৩১ মে-র মধ্যে প্রায় এক লক্ষ মানুষের করোনা পরীক্ষা করা সম্ভব হবে।'
#COVID19: Union Health Minister Dr Harsh Vardhan is holding a review meeting via video conference with LG-Delhi, Delhi Health Minister, MCD Commissioners, DMs and DCPs of all districts of Delhi and Central/State and District surveillance officers and heads of government hospitals pic.twitter.com/nd1UJoVmAp— ANI (@ANI) April 28, 2020
Social Plugin