প্রয়াত হলেন বলিউড অভিনেতা ইরফান খান (Irrfan Khan )। আজ মুম্বইয়ের বেসরকারি হাসপাতালে তিনি প্রয়াত হন। তাঁর বয়স হয়েছিল ৫৪ বছর। কোলন ইনফেকশন নিয়ে মঙ্গলবার মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই অম্বানি হাসপাতালের আইসিইউ-তে ভর্তি হন অভিনেতা। বুধবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা।

গত শনিবারই মাতৃহারা হন ইরফান কান। ভিডিয়ো কলের মাধ্যমে শেষবারের মতো মায়ের দর্শন সেরেছিলেন অভিনেতা। মায়ের মৃত্যুর চারদিনের মাথাতেই চলে গেলেন অভিনেতা।
নিয়মিত আপডেট পেতে আমাদের ফেসবুক পেজে যুক্ত হতে ক্লিক করুন পাশের লিঙ্কে


নিয়মিত আপডেট পেতে আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হতে ক্লিক করুন পাশের লিঙ্কে

নিয়মিত আপডেট পেতে আমাদের whatsapp গ্রুপে যুক্ত হতে ক্লিক করুন পাশের লিঙ্কে




ইরফানের মৃত্যুর খবর টুইটারে নিশ্চিত করেছেন পরিচালক সুজিত সরকার। টুইটে তিনি লেখেন, "আমার প্রিয় বন্ধু ইরফান। আপনি লড়াই করেছেন এবং লড়াই করেছেন এবং যুদ্ধ করেছেন। আমি আপনার জন্য সর্বদা গর্বিত হব .. আমরা আবার দেখা করব .. সুতপা ও বাবিলের প্রতি সমবেদনা .. আপনিও লড়াই করেছেন, সুতপা আপনি এই লড়াইয়ে সব কিছু দিয়েছিলেন। শান্তি ও ওম শান্তি। ইরফান খান সালাম।"