উত্তরের গুণী সুজন জয়দীপ সরকার
শুভাশিস দাশ
একটা আদর্শকে সামনে রেখে মেরুদন্ড সোজা করে চলা কিন্তু এই যুগে কঠিন । আর এই কঠিন সময়ের অলিন্দে দাঁড়িয়ে যে মানুষটি তাঁর লেখনীতে বাস্তব কে তুলে ধরছেন তিনি দিনহাটার জয়দীপ সরকার । পেশায় অধ্যাপক । ছাত্র পড়ানোর পর যে সময়টা তাঁর হাতে থাকে তার সবটাই ব্যয় করেন লেখলিখিতে ।
একাধারে তিনি বলিষ্ঠ প্রাবন্ধিক অন্যদিকে বিশিষ্ট বক্তাও । লেখেন কবিতা গল্পও ।
স্কুল জীবন থেকেই বই আর লেখা ছিল তাঁর নেশা ।
বর্তমান সময়ের পটভূমিতে দাঁড়িয়ে জয়দীপ সরকার অনায়াসে বাস্তবতার বিশ্লেষণ করেন দৈনিক কাগজের নিবন্ধগুলোতে যা আমাদের সজাগ করে দেয় ।
তাঁর লেখা ছোট বড় মাঝারি পত্রপত্রিকায় নিয়মিত ভাবে প্রকাশিত হয় ।
জয়দীপের কলম চলুক আরো অনেকদিন এই শুভ কামনা রইলো ।
Social Plugin