লকডাউনে কমেছে পৃথিবীর কম্পন: ভূকম্পনবিদ
বেলজিয়াম ছাড়াও সুইজারল্যান্ডেও লকডাউনের ভালো ফল পাওয়া গেছে বলে একটি তথ্য দিয়েছে সুইজারল্যান্ডের লৌসেন বিশ্ববিদ্যালয়, যা নিয়ে ট্যুইট করেছে নেপালের ভূকম্পনবিদরা।
করোনার প্রকোপে বিশ্বের বিভিন্ন দেশে চলছে লকডাউন। জরুরি পরিষেবা ছাড়া বাকি সমস্ত দোকানপাট, স্কুল কলেজের সাথে বাস, ট্রাম, ট্রেন সবকিছুই বন্ধ। ফলে একটা বিশাল জনসংখ্যার একটা বিশাল পরিমান প্রায় গৃহবন্দী। আর এর ফলস্বরূপ পৃথিবীর কম্পন প্রায় নাটকীয় মাত্রায় কমেছে বলে জানিয়েছে ভূকম্পবিদরা।
বেলজিয়ামের রয়্যাল অবজারভেটরির বিজ্ঞানীরা জানিয়েছেন,"লকডাউনে আগের তুলনায় ভূপৃষ্ঠের দুলুনি এখন ১-২০ হার্জ ফ্রেকুয়েন্সি যা আগের তুলনায় অনেক কম।"Our staff is teleworking. The earth continues shaking. Ground movements at frequencies 1-20 Hz, mainly due to human activity (cars, trains, industries,...) are much lower since the implementation of the containment measures by the government. #StayHome @ibzbe @CrisiscenterBE pic.twitter.com/pGgQAyLuUP— Seismologie.be (@Seismologie_be) March 20, 2020
বেলজিয়াম ছাড়াও সুইজারল্যান্ডেও লকডাউনের ভালো ফল পাওয়া গেছে বলে একটি তথ্য দিয়েছে সুইজারল্যান্ডের লৌসেন বিশ্ববিদ্যালয়, যা নিয়ে ট্যুইট করেছে নেপালের ভূকম্পনবিদরা।
Social Plugin