![]() |
pic source: icc cricket |
সময় যতই গড়াচ্ছে করোনা সংক্রমণের হার ততই বাড়ছে। সারা বিশ্ব এখন করোনা মোকাবিলায় ব্যস্ত। মারণ এই ভাইরাসের সংক্রমণের জেরে স্থগিত হয়ে গিয়েছে একের পর এক টুর্নামেন্ট। স্থগিত হয়েছে ইউরো কাপ, কোপা আমেরিকা, অলিম্পিকের মতো মেগা ইভেন্ট। বাতিল হয়েছে টেনিসের দুটো গ্র্যান্ডস্ল্যাম- ফরাসি ওপেন এবং উইম্বলডন। ইউরোপের ফুটবল লিগ কবে হবে তাঁরও কোনও খবর নেই। করোনা ভাইরাসের প্রভাবে প্রশ্নের মুখে এই বছরের আইপিএলও। স্বাভাবিকভাবেই বর্তমান পরিস্থিতির জেরে অনিশ্চয়তা টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘিরেও। এতো কিছুর মধ্যেও আশার বাণী শোনাল আইসিসি।
১৮ অক্টোবর থেকে শুরু হওয়ার কথা এ বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ। সব ঠিকঠাক থাকলে নির্ধারিত দিনেই শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। পরিস্থিতি স্বাভাবিক না হলে চলতি বছর বিশ্বকাপ বাতিলের সম্ভাবনা রয়েছে।
তবে, দু'বছর পিছিয়ে ২০২২ সালে হতে পারে টি-টোয়েন্টি বিশ্বকাপ!
Social Plugin