Latest News

6/recent/ticker-posts

Ad Code

লকডাউনের জের, jio,airtel,vodafone idea ব্যবহারকারীদের মোবাইল রিচার্জ এর বিশেষ ব্যবস্থা

লকডাউনের জের, jio,airtel,vodafone idea ব্যবহারকারীদের মোবাইল রিচার্জ এর বিশেষ ব্যবস্থা

    গোটা দেশজুড়ে চলছে লকডাউন পরিস্থিতি। শুধুমাত্র জরুরি পরিষেবা ছাড়া বাকি সবকিছু বন্ধ। এই অবস্থায় যোগাযোগের একমাত্র মাধ্যম হাতের মোবাইল ফোন। কিন্তু যদি শেষ হয়ে যায় আপনার রিচার্জ ভ্যালিডিটি?? সেই সমস্যা সমাধানে এগিয়ে এলো দেশের প্রধান টেলিকম সংস্থা জিও, এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়া। আপনি আপনার নিকটবর্তী ATM থেকেও করতে পারবেন মোবাইল রিচার্জ।

    জিও নম্বরের রিচার্জ যেকোন ATM থেকে করা গেলেও Airtel ও Vodafone Idea এর রিচার্জ কিছু নির্বাচিত ATM থেকেই করা যাবে। এর জন্য আপনাকে যা করতে হবে:

১) আপনার ডেবিট কার্ডটি ATM এ ঢোকাতে হবে
২) রিচার্জ অপশন এ সিলেক্ট করুন
৩) আপনার মোবাইল নম্বরটি লিখুন
৪) Enter অপশনে ক্লিক করুন
৫) ATM স্ক্রিন ও নিজের মোবাইলে রিচার্জের মেসেজ চেক করুন।

     Airtel গ্রাহকরা শুধুমাত্র HDFC এবং ICICI ব্যাঙ্কের ATM থেকে এবং Vodafone Idea এর গ্রাহকরা HDFC, ICICI, SBI, AXIS BANK, CITI BANK, IDBI BANK,  DCB BANK এর ATM থেকে এই পরিষেবা পাবেন।

Ad Code