গতকাল প্রধানমন্ত্রীর সপ্তমার্গের ঘোষণার পরই ফিট ইন্ডিয়া ২০২০ নতুন কর্মসূচী ঘোষণা করেছে।ফিট ইন্ডিয়ার অধীনে শারীরিক সক্ষমতা বিষয়ক 'ফিট ইন্ডিয়া এক্টিভ ডে' কর্মসূচীর প্রবল সাফল্যের পর, ভারত সরকারের অন্যতম শারীরিক সক্ষমতা কর্মসূচী ফিট ইন্ডিয়া ফের নতুন সক্ষমতা অধ্যায় শুরু করতে চলেছে। এবারের কর্মসূচী আয়ুষ মন্ত্রকের অধীনে বিদ্যালয় পড়ুয়াদের জন্য,সি বি এস ই র সঙ্গে যৌথ ভাবে করা হবে বলে জানাগেছে।

কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী শ্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক বলেন সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন প্রথম 'ফিট ইন্ডিয়া' কর্মসূচীকে সমর্থন করে আসছে। বিগত দিনে ফিট ইন্ডিয়ার বিভিন্ন কর্মসূচিতে ১৩৮৬৮ টি সি বি এস ই বিদ্যালয় অংশ গ্রহন করে। তার মধ্যে ১১৬৮২টি স্কুল ইতমধ্যেই ফিট ইন্ডিয়া ফ্ল্যাগ পেয়েছে। বর্তমানে যে কর্মসূচী নেওয়া হয়েছে তাতে পড়ুয়ারা লকডাউন সময়কালে শুধুমাত্র ব্যস্ত থাকবে তা নয়,প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বপ্নের জীবনযাত্রার এই কর্মসূচীতে পড়ুয়ারা শারীরিকভাবে সক্ষম এবং সুস্থও থাকবে বলে তিনি জানান।

কেন্দ্রীয় যুব বিষয়ক এবং ক্রীড়া মন্ত্রী শ্রী কিরেন রিজিজু মনে করেন বর্তমান সঙ্কটজনক কালে শারীরিক ভাবে সক্ষম থাকতে এই ধরনের অনলাইন পাঠদান খুবই প্রয়োজনীয় হয়ে পড়েছে। শিশুরা বাড়িতে থাকায় শারীরিক কোনো কাজ হচ্ছেনা। এই ধরনের শারীরিক সক্রিয়তার পাঠদানের কর্মসূচী তাদের সক্রিয় করে তুলতে সাহায্য করবে পাশাপাশি তাদের প্রতিরোধ ক্ষমতাও বাড়িয়ে তুলবে। আয়ুষ মন্ত্রক নির্ধারিত কিছু সাধারণ নির্দেশাবলী মেনে চলতে পারলে প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে বলে তিনি জানান।


কোভিড-১৯ সংক্রমণ অতিমারী পর্যায়ে চলে যাওয়ার দরুন দেশজুড়ে লকডাউনের মেয়াদ আগামী ৩রা মে,২০২০ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সময়ে দেশবাসীকে সুস্থ থাকার পাশাপাশি প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির আহ্বান জানান। সি বি এস ই এবং ফিট ইন্ডিয়া এই প্রেক্ষিতে যৌথভাবে এই অসাধারন উদ্যোগ গ্রহন করেছে পড়ুয়াদের জন্য। এর সঙ্গে আয়ুশ মন্ত্রক প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে পরামর্শ দেবে।


সি বি এস ই এবং ফিট ইন্ডিয়ার ফেসবুক ও ইনস্টাগ্রাম হ্যাম্ডেলে ১৫ই এপ্রিল ২০২০তে সকাল ৯টা ৩০ মিনিটে এই বিশেষ অনুষ্ঠান সরাসরি দেখা যাবে। আলিয়া ইমরান,পূজা মাখিজা,ড:জিতেন্দ্র নাগপাল,হীনা ভিমানী সহ বিভিন্ন ক্ষেত্রের বিশেষজ্ঞরা এই অনুষ্ঠানে যোগ দেবেন। এছাড়াও সরাসরি এই অনুষ্ঠান দেখা যাবে সি বি এস ই, GOQil এবং শিল্পা শেঠি App এ।



source:pib