দিল্লির স্মৃতি উস্কে দিল মুম্বই। 'বাড়ি ফিরতে চাই!' এই দাবিতে হাজার হাজার শ্রমিকের জমায়েত বাণিজ্যনগরীতে। বিশাল পরিযায়ী শ্রমিকদের সেই ভিড় ছত্রভঙ্গ করতে হিমশিম খায় পুলিশও। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় নেতাও তাঁদের আশ্বস্ত করেন এবং এলাকা ছাড়ার অনুরোধ করেন। পরবর্তিতে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
মঙ্গলবার সকালে লকডাউনের সময়সীমা বাড়ানোর কথা ঘোষণা করেন নরেন্দ্র মোদি। লকডাউনের সময়সীমা বাড়তেই মুম্বইয়ের বান্দ্রা স্টেশনে হাজার হাজার পরিযায়ী শ্রমিকের ভিড় জমতে থাকে বাড়ি ফেরার দাবিতে। প্রত্যেকের মুখে একটাই কথা, খাবার নেই, রোজগার নেই! কী করে থাকব? প্রথম লকডাউনের পর তাঁরা চুপ ছিলেন ঠিকই। কিন্তু ফের লকডাউনের সময়সীমা বাড়াতেই আতঙ্কে দিশেহারা হয়ে পড়েন তাঁরা।
#BREAKING— Mrutyunjay Joshi (@MrutyunjayNJ) April 14, 2020
Huge protest of migrant workers in 1000s have gathered at Bandra Station.
The UNESCO designated best CM in world is yet to make provision for them.
And no more face hiding for NCP as its failure of home ministry.pic.twitter.com/FgycGuC2jg
Social Plugin