Latest News

6/recent/ticker-posts

Ad Code

করোনার জের- বাতিল মঙ্গল শোভাযাত্রা

ফাইল ছবি

প্রতিবছরের দিনহাটা মঙ্গল শোভাযাত্রা কমিটির উদ‍্যোগে যে শোভাযাত্রা অনুষ্ঠিত হয় তা এবারের মতো বন্ধ রাখা হয়েছে। করোনা সংক্রমনের জেরে রাজ‍্য ও কেন্দ্র সরকারের পক্ষ থেকে জারি হয়েছে নানাবিধ নির্দেশিকা। সাথে সাথে বিশ্ব স্বাস্থ‍্য সংস্থার পক্ষ থেকে নিয়ম কানুন বাতলে দেওয়া হয়েছে। লক ডাউনের সাথে সাথে সেইসব সকল নিয়ম কানুন মেনে চলেই করোনা সংক্রমন রুখতে হবে। যার একটি অন‍্যতম উপায় হল সামাজিক দূরত্ব বজায় রাখা। সেইদিকটা নজর রেখেই এবারের যাত্রা বাতিল করা হয়েছে । 

কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গল শোভাযাত্রার জন‍্য যে ব‍্যয় হতো তা সমাজের দুঃস্থ- অসহায় পরিবারদের সাহায‍্যের কাজে ব‍্যবহার করা হবে। দুঃস্থ- অসহায় পরিবারদের খাদ‍্য সামগ্রী পৌঁছে দেওয়া হবে।

Ad Code