করোনার ভয়াবহ পরিস্থিতিতে রাজ্যের শ্রমজীবী মানুষের পাশে আবারও মানবিক পশ্চিমবঙ্গের মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই লকডাউনে ভিনরাজ্যে কর্মসূত্রে আটকে থাকা শ্রমিকদের জন্য 'স্নেহের পরশ' প্রকল্পে ১০০০ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছিলেন। এবার রাজ্যের অসংগঠিত শ্রমিক যারা এই লকডাউনে কাজ হারিয়ে সঙ্কটের মধ্যে দিন কাটাচ্ছেন তাদের জন্য ঘোষণা করলেন 'প্রচেষ্টা প্রকল্প'। এই প্রকল্পে রাজ্যের অসংগঠিত ক্ষেত্রে কাজ হারানো দিনমজুরদের ১০০০ টাকা করে দেওয়া হবে বলে ঘোষণা করা হয়। এই প্রকল্পে নাম নথিভুক্ত করতে হলে  অফলাইনে আবেদন করতে হবে ১৫ এপ্রিল থেকে ১৫ মে এর মধ্যে- এমন বিজ্ঞপ্তির পরই সমস্যার তৈরি হয়। 

এই প্রকল্পের ফর্ম মূলত জেলার প্রশাসনিক দফতরগুলি, বিডিও অফিস বা ব্লক স্তরের অফিস থেকে দেওয়া হচ্ছে। স্বাস্থ্যবিধিকে বুড়ো আঙুল দেখিয়ে রাজ্য সরকারের ঘোষিত প্রকল্পের সুবিধা পেতে অসহায়, অসংগঠিত শ্রমিকরা ভিড় জমাতে শুরু করেছিলেন দফতরগুলিতে। যা আদতে ছিল বিপজ্জনক ।

সূত্রের খবর- ভিড়ের কারণেই প্রচেষ্টা প্রকল্প আপাতত স্থগিত করে দিল রাজ্য সরকার। সব জেলার জেলাশাসককে ইতিমধ্যেই চিঠি দিয়ে জানানো হয়েছে।

অনলাইনের মাধ্যমে ফর্ম দেওয়া সম্ভব কিনা, তা নিয়ে ভাবনাচিন্তা করছে রাজ্য সরকার ।