Latest News

6/recent/ticker-posts

Ad Code

রাজ্য পুলিশের EXCISE CONSTABLE এর প্রিলি পরীক্ষার ফল প্রকাশ



 পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের EXCISE CONSTABLE (মহিলা সহ) পদের লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হল 16 এপ্রিল, 2020 বৃহস্পতিবার। অনলাইন এবং অফলাইনে এই পরীক্ষার জন্য ফর্ম ফিলাপ হয়েছিল গতবছর মার্চ-এপ্রিল মাসে। প্রিলিমিনারি লিখিত পরীক্ষা হয়েছিল 24 নভেম্বর, 2019 রবিবার। লিখিত পরীক্ষার 143 দিন পর ফল প্রকাশিত হল। পরীক্ষার্থীরা নিচের লিংক এ তাদের Application Sl. No, জন্মতারিখ এবং জেলার নাম লিখে নিজেদের রেজাল্ট দেখতে পারবে।

এক্সসাইজ কনস্টেবল পদে নিয়োগের জন্য পরীক্ষার ফলাফল প্রকাশিত হল। ফলাফল দেখতে ক্লিক করুণ

Ad Code