পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের EXCISE CONSTABLE (মহিলা সহ) পদের লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হল 16 এপ্রিল, 2020 বৃহস্পতিবার। অনলাইন এবং অফলাইনে এই পরীক্ষার জন্য ফর্ম ফিলাপ হয়েছিল গতবছর মার্চ-এপ্রিল মাসে। প্রিলিমিনারি লিখিত পরীক্ষা হয়েছিল 24 নভেম্বর, 2019 রবিবার। লিখিত পরীক্ষার 143 দিন পর ফল প্রকাশিত হল। পরীক্ষার্থীরা নিচের লিংক এ তাদের Application Sl. No, জন্মতারিখ এবং জেলার নাম লিখে নিজেদের রেজাল্ট দেখতে পারবে।

এক্সসাইজ কনস্টেবল পদে নিয়োগের জন্য পরীক্ষার ফলাফল প্রকাশিত হল। ফলাফল দেখতে ক্লিক করুণ