Latest News

6/recent/ticker-posts

Ad Code

ভাইরাল- লক ডাউনে ব্যালকনিতে চলছে পার্টি বলছে চিয়ার্স


করোনা সংক্রমণ রুখতে জারি হয়েছে লক ডাউন। ঘরবন্দি মানুষ। মেনে চলতে হচ্ছে সোশ্যাল ডিসট্যান্স। এরকম একটা সময়ে মানুষ নতুন নতুন উপায় বের করছেন। এই সময়ই ইতালির একটিভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, কিছু মানুষ ব্যালকনিতে দাঁড়িয়ে ওয়াইন পার্টি করছেন। 

আই ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, ব্যালকনিতে দাঁড়িয়ে রয়েছেন বেশকিছু মানুষ এবং এরা একে অপরকে চিয়ার্সও বলছেন। কটা বড় লাঠির ডগায় ওয়াইন গ্লাস ধরেছেন। যাতে লাঠির একেবারে ডগায় ওয়াইন গ্লাস ধরার জন্য একটা আকঁশি করা হয়েছে। 

লক ডাউন সফল করে সামাজিক দূরত্ব মেনেই চিয়ার্সসহ হচ্ছে পার্টি। মুহূর্তেই ভাইরাল সেই ভিডিও দেখে নেওয়া যাক-

Security Check Required

null

Ad Code