লক ডাউন তো পজ বোতাম : রাহুল গান্ধী
সারা বিশ্বে হু হু করে বেড়ে যাচ্ছে করোনা সংক্রমণ সঙ্গে বাড়ছে মৃত্যু l পিছিয়ে নেই ভারতও, ইতি মধ্যে বারো হাজার ছাড়িয়েছে আক্রান্ত মৃত চার শতাধিক l এই নিয়ে মুখ খুললেন রাহুল গান্ধী, তিনি আজ বলেন শুধু লক ডাউনে হবে না, লক ডাউন তো পজ বোতামের মত এটা শুধু সাময়িক আক্রান্ত কমাবে এর জন্য প্রয়োজন করোনা টেস্ট l চিকিৎসকসহ WHO বার বার বলে চলেছে প্রচুর পরিমানে টেস্ট করা প্রয়োজন, আক্রান্তদের চিহ্নিত করে তাঁদের চিকিৎসা করা l রাহুল গান্ধী আরও বলেন লক ডাউন উঠে গেলেই আবার ছাড়াবে করোনা তাই এই লক ডাউনের মধ্যে প্রচুর করোনা টেস্ট করা প্রয়োজন l
Social Plugin