pic source: business today
করোনা সংক্রমণে জেরবার দেশ। ধাক্কা খাচ্ছে অর্থনীতি। আর এই আর্থিক ধাক্কা সামলাতে ইতিমধ্যেই ১ লাখ ৭০ হাজার কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছে মোদি সরকার। এবার ৭ কোটি কৃষককে ২ হাজার টাকা করে অনুদানের কথাও ঘোষণা করল কেন্দ্র। গত ২৬ মার্চ আর্থিক প্যাকেজ ঘোষণার দিনই অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ ঘোষণা করেন, দেশের কৃষকরা আপাতত বছরে ছয় হাজার টাকা আর্থিক অনুদান পান। চলতি আর্থিক বছরের শুরুতে এপ্রিলের প্রথম সপ্তাহে তাঁদের অ্যাকাউন্টে দু হাজার টাকা করে দেওয়া হবে জানানো হয়েছে। সেই ঘোষণা মতোই টাকা দেওয়া হয়েছে বলে দাবি সরকারের। আরও দাবি প্রায় সাত কোটি কৃষককে এই টাকা দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির অধীনে এই টাকা দেওয়া হয়েছে।

সরকার জানিয়েছে, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির অধীনে এখনও পর্যন্ত প্রায় ৬ কোটি ৯৩ লক্ষ মানুষ ইতিমধ্যেই টাকা পেয়েছে। ১৩ হাজার ৮৫৫ কোটি টাকা খরচ করা হয়েছে। এই প্রকল্পের অধীনে যে ৮ কোটি কৃষক আছেন। এই টাকা সরাসরি তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়েছে। বাকি কৃষকদেরও দ্রুত আর্থিক সাহায্য করা হবে।

যদিও বিরোধীরা সরকারের এই ঘোষণাকে গুরুত্ব না দিয়ে তাঁদের দাবি, কিষাণ সম্মান নিধির অধীনে এমনিতেই ২০০০ টাকা পাওনা ছিল ওই কৃষকদের। সরকার সেই টাকা শোধ করেছে মাত্র।