করোনা গ্রাসে সারা বিশ্ব স্তব্ধ, বাদ নেই ভারতও l ২১ দিনের লক ডাউন বাড়িয়ে দেওয়া হয়েছে ৩০ শে এপ্রিল পর্যন্ত l কেন্দ্র থেকে প্রত্যেক রাজ্য সরকার সচেষ্ট করোনা মোকাবিলায় l সারা দেশে তৈরী হাজার হাজার করোনার চিকিৎসার হাসপাতাল, আর লড়াই করে চলছে দেশের চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীরা l পুলিশ লক ডাউন বজায় রাখার জন্য দিন রাত তাঁদের কর্তব্য করে চলছে যাতে দেশবাসী এই ভয়াবহ কোরোনার গ্রাসে না পরে l
পাঞ্জাবের পাতিওয়ালার সব্জি মান্ডিতে প্রতিদিনের মতোই নাকা চেকিং করছিলো পাঞ্জাব পুলিশ, এক ছোট গাড়ি চালক চেকিং উপেক্ষা করে বেড়িগেড ভেঙে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেন, পুলিশ কর্মীরা কোনো মতে তাকে আটকায় l হঠাৎ গাড়ি থেকে নেমে সেই চালক তলোয়ার বেড় করে চড়াও হয় এক পুলিশকর্মীর উপর, পুলিশ কর্মীর ডান হাতে তলোয়ার দিয়ে আঘাত করে l গুরুতর আহত অবস্থায় পুলিশ কর্মীকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় সেখানে তার অস্ত্রপাচার চলছে l চিকিৎসক, পুলিশের উপর এরকম হামলা নুতন নয় l যারা দেশকে রক্ষার কাজে নেমেছেন নিজের জীবনের কথা না ভেবে তাঁদের উপর এই হামলায় নিন্দা প্রকাশ করছে দেশবাসী l
I have spoken to Director PGI who has deputed top Plastic surgeons of PGI for surgery, which just started. The Nihang group will be arrested and further action taken soon.— DGP Punjab Police (@DGPPunjabPolice) April 12, 2020
Social Plugin