করোনা গ্রাসে সারা বিশ্ব স্তব্ধ, বাদ নেই ভারতও l ২১ দিনের লক ডাউন বাড়িয়ে দেওয়া হয়েছে ৩০ শে এপ্রিল পর্যন্ত l কেন্দ্র থেকে প্রত্যেক রাজ্য সরকার সচেষ্ট করোনা মোকাবিলায় l সারা দেশে তৈরী হাজার হাজার করোনার চিকিৎসার হাসপাতাল, আর লড়াই করে চলছে দেশের চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীরা l পুলিশ লক ডাউন বজায় রাখার জন্য দিন রাত তাঁদের কর্তব্য করে চলছে যাতে দেশবাসী এই ভয়াবহ কোরোনার গ্রাসে না পরে l 

পাঞ্জাবের পাতিওয়ালার সব্জি মান্ডিতে প্রতিদিনের মতোই নাকা চেকিং করছিলো পাঞ্জাব পুলিশ, এক ছোট গাড়ি চালক চেকিং উপেক্ষা করে বেড়িগেড ভেঙে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেন, পুলিশ কর্মীরা কোনো মতে তাকে আটকায় l হঠাৎ গাড়ি থেকে নেমে সেই চালক তলোয়ার বেড় করে চড়াও হয় এক পুলিশকর্মীর উপর, পুলিশ কর্মীর ডান হাতে তলোয়ার দিয়ে আঘাত করে l গুরুতর আহত অবস্থায় পুলিশ কর্মীকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় সেখানে তার অস্ত্রপাচার চলছে l চিকিৎসক, পুলিশের উপর এরকম হামলা নুতন নয় l যারা দেশকে রক্ষার কাজে নেমেছেন নিজের জীবনের কথা না ভেবে তাঁদের উপর এই হামলায় নিন্দা প্রকাশ করছে দেশবাসী l