credit:SamPurna ChattErjee Roy fb

করোনা মোকাবিলায় সারা দেশে ২১ দিনের লক ডাউন। দিন গড়াচ্ছে সাথে সাথে গড়াচ্ছে আক্রান্তের সংখ্যা। এর মাঝেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতীর উদ্দ্যেশে ভাষণ দেন। এই ভাষণেই দেশবাসীকে রবিবার রাত ৯টায় ৯ মিনিট ঘরের লাইট বন্ধ করে প্রদীপ, টর্চ বা মোবাইলের ফ্লাস লাইট জ্বালানোর আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডাকে দেশ জুড়ে ৫ই এপ্রিল রবিবার রাত ৯টায় ৯ মিনিট ঘরের লাইট বন্ধ করে প্রদীপ, টর্চ বা মোবাইলের ফ্লাস লাইট জ্বালান দেশবাসী।

তবে প্রধানমন্ত্রীর কথা না শুনে সাথে সাথে ফাটানো হয় বাজি। চলল মিছিলও।

আজ বৈশালী নগরে রাত ৯ টায় বাজি পোড়াতে গিয়ে আগুন লাগে বলে অভিযোগ। আগুন লাগার সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় দমকলে। বৈশালী নগরের এসএইসও সূত্রে জানা গেছে কারও কোনও ক্ষতি হয়নি।

আবার অন্যদিকেও দেখা যায় মোমবাতি, প্রদীপ হাতে নিয়ে রাস্তায় রাস্তায় মানুষের মিছিল। যেন এক শোভাযাত্রা।



ভিডিও-এর সত্যতা যাচাই করেনি সংবাদ একলব্য।