Latest News

6/recent/ticker-posts

Ad Code

সুস্থ পৃথিবী গড়ার লক্ষ্যে কৃষ্ণনগরে আলো জ্বালিয়ে করোনার বিরুদ্ধে ঐক্যবদ্ধতার লড়াই


প্রীতম ভট্টাচার্য্য,৫ এপ্রিলঃ  

সুস্থ পৃথিবী গড়ার লক্ষ্যে কৃষ্ণনগরে আলো জ্বালিয়ে করোনার বিরুদ্ধে ঐক্যবদ্ধতার লড়াই।

ঘড়িতে ঠিক নটা নয় মিনিট। এলাকার আলো নিভিয়ে,বাড়ির আলো নিভিয়ে সারা শহর অন্ধকার করে বাড়িতে বাড়িতে  মারন ভাইরাস কভিড ১৯ - এর বিরুদ্ধে জ্বলে উঠলো প্রদীপ থেকে মোমবাতি,বেজে উঠলো শঙ্খ ও উলুধ্বনি, ফাটলো বাজি, যেনো দীপাবলি ঘরে ঘরে, অশুভ শক্তিকে পৃথিবী থেকে বিতাড়িত করার প্রচেষ্টা।

সারা দেশ আজ ঘড়বন্দী,রোজগারে টান, এক গভীর অসুখে ধুকছে পৃথিবী, মরা বাঁচার লড়াই চলছে। কি হবে এর প্রতিকার, আদপে বাঁচবে তো মনুষ্য সমাজ,বাঁচবে তো মানবজাতি? রাজ্য থেকে কেন্দ্র,প্রশাসন থেকে ডাক্তার, নার্স, যারা প্রতিদিন তাদের জীবনকে বাজি রেখে এই করোনার বিরুদ্ধে লড়াই করে যাচ্ছেন তাদের অভিনন্দন জানাতে কৃষ্ণনগর শহরে এক অন্য দীপাবলি পালন করলো শহরবাসী।

Ad Code