করোনার জেরে সকল রেশন প্রাপকদের বিনামূল্যে রেশন দেওয়া হবে বলে জনিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমে জনপ্রতি ২ কেজি চাল অথবা ৩ কেজি করে গম দেওয়ার কথা বললেও পরে প্যাকেট রেশন বাতিল করে বলেন প্রত্যেককেই ৫ কেজি করে চাল দেওয়া হবে ঘোষণা করেন।
এবার রেশন দেওয়া নিয়ে নতুন নির্দেশ দিল রাজ্য সরকার। এখন থেকে রেশন দোকান দিনে দু'বার করে খুলবে।
রাজ্য খাদ্য দপ্তরের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে ২৪ এপ্রিল থেকে ৩১ মে পর্যন্ত প্রতিদিন দু'বার করে খুলবে রেশন দোকান।
সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত একবার, তারপর আবার দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত।
রেশন দোকানে ভিড় এড়িয়ে গ্রহকরা যাতে নিরাপদে রেশন সংগ্ৰহ করতে পারে সেই জন্যই এই সিদ্ধান্ত।
Social Plugin