SER-23,বাঁকুড়া,২২এপ্রিল:
দেশজুড়ে চলছে লকডাউন , গৃহবন্দী হয়েছে জনতা । পরিবারের অন্নসংস্থান করতে হিমশিম খাচ্ছে দিনআনা দিনখাওয়া দরিদ্র মানুষগুলি । এমনই কিছু পরিবার রয়েছে যারা সরকারী সহায়তা পেলেও , পুষ্টিকর খাদ্যের অভাব রয়েছে তাদের খাদ্য তালিকায় । এভাবেই দিনযাপন করছে বাঁকুড়ার মেজিয়ার অর্ধগ্রাম সংলগ্ন ইঁটভাটার কাজে নিযুক্ত পরিবারগুলি । তাই মেজিয়ার এই দুঃস্থ পরিবারগুলির শিশুদের পুষ্টির ঘাটতি মেটাতে তাদের হাতে দুধের প্যাকেট তুলে দিল 'আশার আলো চ্যারিটেবল ফাউন্ডেশন' । এদিন সকাল থেকেই তারা বাড়ি বাড়ি গিয়ে ২০০প্যাকেট দুধ বিতরণ করেন দুঃস্থ শিশুদের মধ্যে ।
কখনো বস্ত্র প্রদান , খাদ্য প্রদান কখনো বা স্যানিটারী ন্যাপকিন প্রদান, আজ দুধের প্যাকেট প্রদান এভাবেই তাদের কর্মযজ্ঞ চালিয়ে যাচ্ছে 'আশার আলো চ্যারিটেবল ফাউন্ডেশন' ।
তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়বাসিন্দারা ।
ফাউন্ডেশনের সদস্যরা জানান , আমাদের মহিলা সদস্যারা গত পরশু দিন বেশকিছু মহিলার হাতে স্যানিটারী ন্যাপকিন দিয়েছে , অনেক সময় আমরা দুঃস্থদের খাদ্য ও বস্ত্রেরও ব্যবস্থা করেছি । আমরা বিগত তিন বছর ধরে দুঃস্থদের সেবায় নিয়োজিত রয়েছি ।
Social Plugin