করোনা ভাইরাসের প্রকোপ ছড়িয়ে পড়েছে সারা দেশে। করোনা মোকাবিলায় কেন্দ্র ও রাজ্য সরকারগুলি তৎপরতার সাথে কাজ করে চলছে। এমনকি, রাজনীতি ছেরেই বিরোধী দলগুলিও একজোট হয়ে এই মারণ রোগের বিরুদ্ধে লড়াই করেছে। এমনকী কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধিকেও দেখা গেছে কেন্দ্রীয় সরকারের লকডাউন পদক্ষেপকে সমর্থন করতে।
তবে এবার কেন্দ্র সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর বক্তব্য, "আমরা প্রত্যেকেই ভারতীয়। যখন দেশের এই পরিস্থিতিতে আমাদের একজোট হয়ে করোনা ভাইরাসের মোকাবিলা করা উচিত, বিজেপি তখন সাম্প্রদায়িকতা ও হিংসার ভাইরাস ছড়িয়ে দিচ্ছে। কিছুদিন ধরেই দেখা যাচ্ছে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির যে ভাবমূর্তি আছে তার অত্যন্ত অবনতি হয়েছে। এই ক্ষতি মেটাতে যদিও আমাদের দল কঠোর পরিশ্রম করবে"।
কংগ্রেসের কার্যনির্বাহী বৈঠকের পর তিনি আরও জানান, "দুর্ভাগ্যবশত, বিজেপি আমাদের পরামর্শ গ্রহণ করতে কার্পণ্য করেছে। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের আরও বেশি করে মমত্ববোধ, উদার মানসিকতা এবং তত্পরতা দেখানো উচিত ছিল। কিন্তু তা করতে তারা ব্যর্থ হয়েছে"।
কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর মতে, করোনা ভাইরাসকে রুখতে লকডাউন অব্যাহত থাকায় কৃষক এবং অভিবাসী শ্রমিকরা তীব্র অসুবিধা ও সঙ্কটের মধ্যে পড়েছেন। "বিশেষত আমাদের দেশের কৃষক ও ক্ষেত মজুররা, অভিবাসী শ্রমিক, নির্মাণ শ্রমিক এবং অসংগঠিত খাতে শ্রমিকরা চরম দুর্দশায় কাটাচ্ছেন", বলেন সনিয়া গান্ধি।
৩ মে পরেও বা দেশের সামগ্রিক পরিস্থিতি কীভাবে সামাল দেওয়া হবে সে সম্পর্কে কেন্দ্রীয় সরকার কোনও স্পষ্ট ধারণা দেয়নি এনিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি।
BJP is spreading the virus of hatred and communal bias at the time when everyone together should fight coronavirus: Congress Interim President Sonia Gandhi during CWC meeting in Delhi (file pic) pic.twitter.com/TrE0QMCxbG— ANI (@ANI) April 23, 2020
Social Plugin