Latest News

6/recent/ticker-posts

Ad Code

Amazon ও Flipkart কে টেক্কা দিতে whatsapp এর সাথে jio mart- থাকছে একাধিক সুবিধা


গত বুধবার কোম্পানির তরফ থেকে ঘোষণা করা হয়েছে WhatsApp এর সঙ্গে হাত মিলিয়ে ই-কমার্স ব্যবসা শুরু করবে JioMart।  চলতি বছর জানুয়ারিতে মহারাষ্ট্রের থানে, নভি মুম্বাই ও কল্যাণ এলাকায় JioMart-এর ই-কমার্স পরিষেবা শুরু হয়েছিল।

WhatsApp-এর মাধ্যমে Jio, “বিভিন্ন স্টোর থেকে বাড়ি বাড়ি জিনিস ও সার্ভিস পৌঁছে দেবে।” এক বিবৃতিতে জানিয়েছে Jio।

Amazon ও Flipkart কে টেক্কা দিতে সম্পূর্ণ নতুন মডেলে স্থানীয় ব্যবসায়ীদের মাধ্যমে ই-কমার্স ব্যবসা করতে চলেছে Jio। 

2018 সালে ব্যবসায়ীদের জন্য লঞ্চ হয়েছিল WhatsApp Business। এই পরিষেবা ব্যবহার করে ছোট ও মাঝারি ব্যবসায়ীরা সরাসরি গ্রাহকের সঙ্গে যোগাযোগ করতে পারেন। 

একইসাথে ভারতে WhatsApp পেমেন্ট সার্ভিস চালু হতে পারে। কেন্দ্রের সবুজ সংকেতের অপেক্ষায় রয়েছে Facebook। এই পরিষেবা শুরু হলে গোটা দেশের 40 কোটি গ্রাহকের কাছে ডিজিটাল পেমেন্ট পরিষেবা পৌঁছে যাবে।


Ad Code