Latest News

6/recent/ticker-posts

Ad Code

SSC নিয়ে গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিলেন শিক্ষামন্ত্রী


করোনা সংক্রমণের জেরে সারা দেশে চলছে লক ডাউন। লক ডাউনের জেরে সকল প্রকার নিয়োগে স্থগিতাদেশ জারি করেছে সরকার। যদিও চাকুরি প্রার্থীরা তাকিয়ে রয়েছে সরকারের দিকে। নিজেদের কর্মসংস্থান নিয়ে বেশ চিন্তিত চাকুরি প্রার্থীরা। এরই মাঝে বড়ো ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। 

আমাদের ফেসবুক পেজে জয়েন হতে ক্লিক করুন- CLICK
আমাদের হোয়াটসয়াপ গ্রুপে যুক্ত হতে ক্লিক করুন- CLICK
যে কোন সংবাদ, লেখা পাঠান sangbadekalavya@gmail.com
বিজ্ঞাপন দিতে কথা বলুন- 96092 21222


এদিন তিনি জানান, আপার প্রাইমারি বিষয়টি বিচারাধীন সমাধান সূত্র থাকলেও এই জরুরীকালীন মুহূর্তে কোনও কিছু করাই সম্ভব হচ্ছে না। 

সাথে সাথে কলেজের অতিথি শিক্ষকদের নিয়ে তিনি বলেন, অতিথি শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ভেরিফিকেশন অনেকটা হওয়ার পর আটকে গেছে। যদিও কলেজগুলি যেভাবে নিয়োগ করেছে সেভাবে ভাতা দেওয়ার কথা বলা হয়েছে। যেহেতু ওই সময়কালে সরকারের অনুমোদন ছিল না। সংকট কেটে গেলেই সব সমস্যার সমাধান হবে বলে জানান তিনি। 

সাথে সাথে সবাইকে সুস্থ থাকার ও ঘরে থাকার বার্তা দেন তিনি।

Ad Code