অক্ষয় কুমারের 'গব্বর ইজ ব্যাক' ছবিতে জনপ্রিয় লাভ করা ও বেশকিছু টিভি শো-তেও অভিনয় করা অভিনেতাই এখন ডাক্তারের ভূমিকায়। অভিনেতা হওয়ার পাশাপাশি তিনি একজন চিকিৎসক। নিজের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সকলকে সচেতন করার কাজও করে যাচ্ছেন তিনি। জানেন তিনি কে? অভিনেতা আশিষ গোখলে।

করোনা সংক্রমণের জেরে দেশ জুড়ে চলছে লক ডাউন। বন্ধ অভিনয়। করোনা যুদ্ধে এবার অভিনেতা থেকে ডাক্তারের ভূমিকা পালন করছেন অভিনেতা আশিষ গোখলে। বর্তমানে একটি বেসরকারি হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসার জন্য ২৪ ঘণ্টা ডিউটি করছেন আশিষ। 

ডাক্তারি পাশ করার পর ভালোলাগা থেকেই অভিনয়ের কাজও শুরু করেন আশিষ। চিকিৎসক হিসাবে কাজ করার পাশাপাশি অভিনয়ও চালিয়ে যাচ্ছেন আশিষ। 



জানা যাচ্ছে, গত ২৫ মার্চ থেকে রোগীদের চিকিৎসা করে চলেছেন, বাড়ি যেতে পারেননি। করোনা যুদ্ধে সামিল হয়ে তিনি বারবার সচেতন বার্তা ছড়াচ্ছেন নিজের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে।