আসছে রাশেদের “মনের পিঞ্জিরায়”
সারা পৃথিবী জুড়ে এখন সংকটময় অবস্থা। সমস্ত মানুষ মারন রোগ করোনা আতঙ্কে ভীত। সারা দেশ জুড়ে চলছে লকডাউন। সমস্ত সিনেমার শ্যুটিং বন্ধ। অভিনেতা, পরিচালক, সমস্ত কলাকুশলীরা এখন রয়েছেন নিজেদের বাড়িতে। কিন্তু এই অবস্থাতেও থেমে নেই অভিনেতা অভিনেত্রীরা।
লকডাউন শিল্পীর শৈল্পিক স্বত্বাকে আটকে রাখতে পারে না ,আর তারই বহিপ্রকাশ ঘটল 'মনের পিঞ্জিরায়' গানের এক্সটেন্ডেড ভার্শন এর মাধ্যমে। লকডাউন এর জন্য সকলের মত ঘর বন্দী হয়ে আছেন টলিউড অভিনেতা রাশেদ রহমানও। আর এই গৃহবন্দি অবস্থাকে কাজে লাগিয়ে তিনি বানিয়ে ফেললেন একটি গানের ভিডিও। এই গানে কন্ঠ দিয়েছেন রাকেশ সুত্রধর ।ক্যামেরা করছেন আকাশ ।সম্পুর্ন বন্ধুদের মাধ্যমে তৈরি হয়েছে এই গান। বাংলা নতুন বছরে সোশ্যাল মিডিয়ায় মুক্তি পেতে চলেছে এই গানটি ।
Social Plugin