দেশজুড়ে চলছে লকডাউন পরিস্থিতি। জরুরী প্রয়োজন ছাড়া সবাইকে ঘরবন্দী থাকতে অনুরোধ করেছেন মুখমন্ত্রী থেকে শুরু করে দেশের প্রধানমন্ত্রী। আর সেই কাজকে সফল করার জন্য দিনরাত খেটে চলেছেন পুলিশ। তারপরেও দেখা যাচ্ছে অনেক জায়গাতেই লোকজন বিধিনিষেধ না মেনেই অকারণে ঘুরে বেড়াচ্ছে বাইরে। হয়তো বা পুলিশ দেখলেই ছুটে পালাচ্ছে, আবার একটু পরেই বেরিয়ে আসছে। তাই লকডাউন কার্যকর করতে শীতলকুচি থানার পুলিশ অভিনব উদ্যোগ নিল।

    বৃহস্পতিবার শীতলকুচী থানার পুলিশ লাঠি ছেড়ে ফুল, চন্দন নিয়ে রাস্তায় নেমেছিল। বিশেষ প্রয়োজন ছাড়া কাউকে রাস্তায় দেখলেই তাকে থামিয়ে ফুল, চন্দন দিয়ে বরণ করে নিচ্ছিলেন। পাশাপাশি তাদের সুস্থতা কামনা করে খুব প্রয়োজন ছাড়া বাইরে বেরোতে নিষেধ করেছেন।