Latest News

6/recent/ticker-posts

Ad Code

লক ডাউনে আটকে পড়া বাংলার শ্রমিকদের মুখ্যমন্ত্রীর প্রতি কাতর আবেদন


করোনা ভাইরাসের প্রকোপে দেশজুড়ে চলছিল ২১ দিনের লক ডাউন, যা শেষ হওয়ার কথা ছিল ১৪ই এপ্রিল। কিন্তু এই পরিস্থিতি দেখে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার জাতি উদ্দ্যেশে ভাষন দেন, লক ডাউন ৩রা মে পর্যন্ত বৃদ্ধি করেন। লক ডাউনের জেরে ঘরবন্দি মানুষ। বহু মানুষ ভিনরাজ্যে কাজে গিয়ে আটকে পড়েছে। যদিও সরকারের পক্ষ থেকে ভিনরাজ্যে আটকে থাকা মানুষদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হচ্ছে বলেই জানানো হয়েছে। 

এবার ফুটে উঠলো ভিনরাজ্যে কর্মরত শ্রমিকের করুন আর্তি। চেন্নাইয়ের পার্ক টাউনের মেমোরিয়াল হল স্ট্রিটের স্নেহা গেস্ট হাউসে ৩২জন পশ্চিমবঙ্গের কর্মী আটকে রয়েছে। তাঁদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রথমে ২১ দিনের লক ডাউন হওয়ার কথা সেই মতো সেখানেই থাকে তাঁরা। ইতিমধ্যে সব টাকা শেষ হয়ে গেছে। এখন লক ডাউন ৩রা মে পর্যন্ত বৃদ্ধি হল। এতে করে তাঁদের অনেক সমস্যায় পড়তে হচ্ছে। টাকা ফুরিয়ে যাওয়ায় থাকা ও খাওয়ায় অনেক সমস্যা হচ্ছে। খাওয়ার ব্যবস্থা ও বাড়ি ফেরানোর ব্যবস্থার আশ্বাস দিয়ে নাম লিখে নিয়ে গেলেও কোনোরুপ পদক্ষেপ নেয়নি তাঁরা। তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের কাছে তাঁদের কাঁতর আবেদন, তাঁদের কথা ভেবে কিছু করা হোক।

স্বপন পাত্র নামের এক শ্রমিক বলেন, "মুখ্যমন্ত্রীর কাছে আবেদন আমাদের বাড়িতে ফিরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হোক। এতদিনের লক ডাউনে টাকা- পয়সার অভাবে আমরা না খেতে পেরে থাকবো কি করে সরকার নজর দিক সেইদিকটা। ভেবেছিলাম ১৪ই এপ্রিল লক ডাউন লক ডাউন শেষ হলে আমরা ফিরবো। কিন্তু তা তো আর হচ্ছে না। এখন মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ আমাদের স্বস্তি দিতে পারে।"
বিস্তারিত শুনুন ভিডিওতে-

Ad Code