![]() |
pic source: twitter |
এক সাংবাদিক সম্মেলন করে হু-এর প্রধান জানান, "করোনা ভাইরাস নিয়ে রাজনীতি করা থেকে দূরে থাকুন। দল, আদর্শ ও ধর্মীয় ভেদাভেদের ঊর্ধ্বে উঠুন। করোনা নিয়ে রাজনীতি করবেন না, এটা আগুন নিয়ে খেলার সমান হবে"।
তিনি আরও বলেন, "যেখানে সামান্য ফাঁক থাকবে সেখান দিয়েই ভাইরাস ঢুকে আমাদের এই যুদ্ধে হারিয়ে দিতে পারে। কোনও দেশের স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা যতই ভাল হোক না কেন, জাতীয় ঐক্য ছাড়া, গোটা বিশ্বের ঐক্য ছাড়া এই ভাইরাসের বিরুদ্ধে লড়াই করা কঠিন। যদি বেঁচে থাকেন তবে রাজনৈতিক দলগুলির হয়ে বিরোধিতা করার জন্যে, নিজেদের প্রাসঙ্গিকতা প্রমাণ করার জন্যে আরও অনেক সময় পাবেন, দয়া করে এই ভাইরাসটিকে রাজনীতির অস্ত্রে পরিণত করবেন না"।
𝙈𝙮 𝙢𝙚𝙨𝙨𝙖𝙜𝙚 𝙩𝙤 𝙥𝙤𝙡𝙞𝙩𝙞𝙘𝙖𝙡 𝙥𝙖𝙧𝙩𝙞𝙚𝙨: 𝙙𝙤 𝙣𝙤𝙩 𝙥𝙤𝙡𝙞𝙩𝙞𝙘𝙞𝙯𝙚 𝙩𝙝𝙞𝙨 𝙫𝙞𝙧𝙪𝙨. 𝙄𝙛 𝙮𝙤𝙪 𝙘𝙖𝙧𝙚 𝙛𝙤𝙧 𝙮𝙤𝙪𝙧 𝙥𝙚𝙤𝙥𝙡𝙚, 𝙬𝙤𝙧𝙠 𝙖𝙘𝙧𝙤𝙨𝙨 𝙥𝙖𝙧𝙩𝙮 𝙡𝙞𝙣𝙚𝙨 𝙖𝙣𝙙 𝙞𝙙𝙚𝙤𝙡𝙤𝙜𝙞𝙚𝙨.@DrTedros appeals for unity over #COVID19 pic.twitter.com/pDMN6Lu5np— UN Geneva (@UNGeneva) April 8, 2020
Social Plugin