Latest News

6/recent/ticker-posts

Ad Code

বিপদের দিনে এগিয়ে এলেন ছাত্র-শিক্ষক

সারাদেশে লকডাউন চলছে। এই কঠিন পরিস্থিতিতে খেটে খাওয়া মানুষ গৃহবন্দী। অসহায় অবস্থায় রয়েছে গ্রামের সাধারণ খেটে খাওয়া মানুষগুলো। দিন আনে দিন খায় কিন্তু বাইরে গেলেই করোনা ভাইরাসের ভয়, তার উপর সরকারী নিষেধাজ্ঞা জারি হয়েছে। উনুন জালিয়ে দু মুঠো খাবারের ব্যবস্থা করবে কী ভাবে এটাই বড় দুশ্চিন্তা। 

মুর্শিদাবাদ জেলার প্রত্যন্ত বেলডাঙার কাপাসডাঙা আঞ্চলের নূতনপাড়া গ্রামের যুব টার্গেট ক্লাবের ৩৪ জন সদস্য তাদের জমানো অর্থে কিনে ফেললো চাল, ডাল আলু ও লবন। 

রবিবার সকাল সকাল নিরাপদ দূরত্ব রেখে ও স্বাস্থ্য বিধান মেনে গ্রামের দুঃস্থ ও অসহায় ৫০টি পরিবারের মাথা পিছু হাতে তুলে দিলেন ৫কেজি চাল, ২ কেজি আলু, ৫০০ ডাল ও ৫০০ গ্রাম লবনের প্যাকেট। 

পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন প্রতিবন্ধী সম্মিলনী বেলডাঙা ব্লক ১ এর সম্পাদক মিরাজুল সেখ, নূতনপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা পানপিয়ারা খাতুন ও দীর্ঘ দিন নূতনপাড়া প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও বর্তমান বেলডাঙা চক্রের আণ্ডিরণ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিৎ দত্ত। 

বিশ্বজিৎ দত্ত জানালেন এমন উদ্যোগকে সাধুবাদ জানাই, আমাদের বহু ছাত্র প্রতিষ্ঠিত হয়েছে আর বাকী ছাত্ররা যে মানুষের মত মানুষ হয়েছে তার বড় প্রমাণ পেলাম। গর্ব হচ্ছে আমাদের শিক্ষার্থীদের জন্য,তারা প্রমান করলো সকলের তরে সকলে আমরা ,আগামী তে আরো মানুষের পাশে থাকার অঙ্গীকার বদ্ধ আমরা "

Ad Code