Latest News

6/recent/ticker-posts

Ad Code

YES BANK এর প্রাক্তন সিইও গ্রেফতার

Pic source: TOI

শনিবার দুপুর থেকে ইডি দফতরে টানা জেরার পর ইয়েস ব্যাঙ্কের আর্থিক অনিয়ম ও পরিচালনায় অব্যবস্থার অভিযোগ এনে রবিবার গ্রেফতার করা হলো ইয়েস ব্যাঙ্কের অন্যতম প্রতিষ্ঠাতা ও প্রাক্তন সিইও রাণা কাপুরকে। তদন্তে নাম জড়িয়েছে তাঁর মা ও দুই বোনের নামও। তাঁদের বিরুদ্ধে নোটিশ জারি হওয়ার পরই মুম্বই বিমানবন্দর থেকে লন্ডন যাওয়ার পথে আটক করা হয় রাণার মেয়ে রোশনী কাপূরকেও। রাণা কে ১১ মার্চ পর্যন্ত ইডি হেফাজতে পাঠিয়েছে আদালত।

ইয়েস ব্যাঙ্কের চলতি ডামাডোল পরিস্থিতিতে প্রাথমিক তদন্তে ইডি জানতে পারে ব্যাঙ্কের ব্যবসা রাতারাতি ফুলে ফেঁপে তোলার জন্য ঝুঁকি নিয়ে অনেক কর্পোরেট সংস্থাকে চড়া সুদে ঋণ দিয়েছেন তিনি। এই সমস্ত কর্পোরেট সংস্থাগুলির বেশিরভাগেরই রেকর্ড খারাপ। অর্থাৎ ঋণ শোধ হবার সম্ভাবনা কম। এছাড়াও ব্যাঙ্ক পরিচালনায়ও চরম অব্যবস্থা শুরু হয়েছিল।

Ad Code