pic source: scroll
আন্তর্জাতিক নারী দিবসে বিজেপি সভাপতি দিলীপ ঘোষ আপত্তিকর মন্তব্য করে ফের বিতর্কে জড়ালেন তিনি। পশ্চিমবঙ্গে নারীদের মাদক খাইয়ে প্রতিবাদ আন্দোলনে নামানো হচ্ছে, যে কোনও মুহূর্তে তাঁরা হিংসার শিকার হতে পারেন, বললেন দিলীপ ঘোষ।বসন্ত উৎসব ঘিরে অশ্লীল ঘটনার প্রশ্নের জবাবে দিলীপ ঘোষ নিন্দার সুরে বলেন, "রাজ্যের সাংস্কৃতিক ঐতিহ্য নষ্ট হচ্ছে। এখানকার মহিলারা আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যকে ভুলে যাচ্ছেন। তাঁদের মাদক দ্রব্য দিয়ে বিপথে চালনা করা হচ্ছে, ওই সব নেশার ওষুধের প্রভাবে তাঁরা সারা দিন ধরে চিৎকার করেন। এ কেমন বাংলা"। তিনি আরও বলেন, "অল্পবয়সী মেয়েরা এই ধরনের অশালীন ব্যবহার করছে, প্রচার করছে। এই ঘটনা খুবই দুর্ভাগ্যজনক। আমি কাউকে দোষ দিচ্ছি না। এটা আসলে সমাজের অবক্ষয়।" তবে, কারও দোষ নির্দিষ্ট করে দেননি তিনি। বিজেপির রাজ্য সভাপতি বলেন, "এই ঘটনা আসলে আমাদের সমাজের সম্মিলিত অবক্ষয়। প্রত্যেককে এই ঘটনার কারণ খুঁজে বের করার চেষ্টা করতে হবে"।

আমাদের ফেসবুক পেজে জয়েন হতে ক্লিক করুন- CLICK
আমাদের হোয়াটসয়াপ গ্রুপে যুক্ত হতে ক্লিক করুন- CLICK
যে কোন সংবাদ, লেখা পাঠান sangbadekalavya@gmail.com
বিজ্ঞাপন দিতে কথা বলুন- 96092 21222


বিজেপি রাজ্য সভাপতির এরকম মন্তব্যের জেরে ক্ষুব্ধ তৃণমূল শিবির। পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম রাজ্যের মানুষের উদ্দেশে দিলীপ ঘোষকে বয়কটের ডাক দিয়েছেন। তিনি বলেন, "উনি‌ সভ্য সমাজে বাস করার অধিকার হারিয়েছেন। যেভাবে মেয়েদের সম্বন্ধে মাদক সেবনের কথা বলেছেন, তাতে উনি নিজেই ড্রাগ সেবন করেছেন কিনা সেই প্রশ্ন উঠছে"। পুরমন্ত্রী আরও বলেন, এধরনের মন্তব্য বাংলার কৃষ্টি–সংস্কৃতির পরিপূরক নয়। নাম না করে দিলীপ ঘোষের প্রতি তীব্র কটাক্ষের সুরে তিনি বলেন, "এরকম একজন উন্মাদ লোক, তিনি কিনা একটা দলের সভাপতি। তিনি নারী দিবসে মেয়েদের অপমান করছেন। মেয়েদের ড্রাগ নেওয়ার কথা বলছেন"।

এর সাথে সাথে সংশোধিত নাগরিকত্ব আইন বিরোধী আন্দোলনের প্রসঙ্গে তুলে দিলীপ ঘোষ বলেন, ‘"কিছুদিন ধরে রাজ্য জুড়ে বিধ্বংসী আন্দোলন চলছে, আসলে রাজ্যের মহিলাদের মাদক খাইয়ে আন্দোলনে নামানো হচ্ছে। তার পরিণামে তাঁরা আমাদের সংস্কার ভুলে গেছেন, ভালো-মন্দ ভুলে গেছেন। নিজের মান-সম্মানের কথা ভুলে গেছেন"। তিনি রাজ্যের মহিলাদের সতর্ক করে দিয়ে বলেন, "এই মহিলারাই যখন রাস্তায় বেরোবেন, তখন তাঁদের সঙ্গে লোকেরা কী ব্যবহার করবে ভেবে দেখেছেন? তাঁরা তো হেনস্থার শিকার হবেনই"।
আমাদের ফেসবুক পেজে জয়েন হতে ক্লিক করুন- CLICK
আমাদের হোয়াটসয়াপ গ্রুপে যুক্ত হতে ক্লিক করুন- CLICK
যে কোন সংবাদ, লেখা পাঠান sangbadekalavya@gmail.com
বিজ্ঞাপন দিতে কথা বলুন- 96092 21222