![]() |
pic source: new india express |
বসন্ত উৎসবের অশ্লীল কান্ড ঘিরে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সব্যসাচী বসু রায়চৌধুরী নৈতিক দায় স্বীকার করে পদত্যাগ করেন। যদিও, উপাচার্যের পদত্যাগপত্র গৃহীত হয়নি। তবে, উপাচার্যের পদত্যাগ ঘিরে তৈরি হল নতুন বিতর্ক।
পদত্যাগ পত্র সরাসরি শিক্ষামন্ত্রীর নিকট দেওয়ায় বেজায় ক্ষুব্ধ রাজ্যের রাজ্যপাল তথা আচার্য জগদীপ ধনেকড়। রাজ্যপালের প্রশ্ন, বিশ্ববিদ্যালয়ের উপচার্য ইস্তফা দিলে তা দিতে হবে আচার্য অর্থাত্ রাজ্যপালের কাছে। কিন্তু, সব্যসাচীবাবু তাঁর কাছে কোনও ইস্তফাপত্র পাঠাননি। তিনি আরও বলেন, কোনওভাবেই বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ইস্তফা নিয়ে সিদ্ধান্ত নিতে পারেন না শিক্ষামন্ত্রী। এটা স্পষ্টতই তাঁর কাজের এক্তিয়ারে হস্তক্ষেপ্ত।
Social Plugin