করোনা আতঙ্কে দেশ। ইতিমধ্যে দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৩১ শে পৌঁছে গেছে। এই মারন ভাইরাস রুখতে কেন্দ্রের সাথে সাথে তৎপর রাজ্য সরকারও। করোনার থেকে মুক্তি পেতে শুক্রবার সাংবাদিক সম্মেলন করে পথ বাতলে দিলেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।
শুক্রবার হাতে কলমেই সেই প্রক্রিয়া সম্পর্কে জানালেন তিনি। হাঁচি-কাশি থেকে প্রত্যেককেই দূরে থাকার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। নিজের সুরক্ষার কথা নিজেকেই সবার আগে ভাবতে হবে, এদিন সেই কথা স্মরণ করিয়ে রাজ্যবাসীকে সচেতন থাকতে অনুরোধ জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সাথে সাথে মাস্ক ব্যবহার করার কথাও উল্লেখ করেছেন তিনি। মাস্কের জোগান দিতে কেন্দ্রীয় সরকারকেও আবেদন জানিয়েছেন তিনি।
BREAKING NEWS
|
Social Plugin