ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে করোনা। আতঙ্কের জেরে অনেক রাজ্যেই স্কুল, কলেজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। সেই পথেই এবার হাঁঁটলো পশ্চিমবঙ্গ। করোনার থাবা রুখতে তৎপর রাজ্য থেকে কেন্দ্র। মাস্ক-হ্যান্ড স্যানিটাইজারকে অত্যাবশকীয় পণ্য ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। কালোবাজারি রুখতে কলকাতা মেডিক্যাল সংলগ্ন ওষুধের দোকানে হানা দিয়েছেন এনফোর্সমেন্ট ব্র্যাঞ্চের আধিকারিকরা।
নবান্নের তরফ থেকে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, আগামী ৩১ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে স্কুল,কলেজ এবং মাদ্রাসা-সহ সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান। বন্ধ থাকবে স্কুলের অভ্যন্তরীণ পরীক্ষাও।
তবে এ ক্ষেত্রে সূচি অনুযায়ী চলবে উচ্চমাধ্যমিক পরীক্ষা। তাতে কোনও রদবদল হবে না।
৩১ মার্চের পরে শিক্ষা প্রতিষ্ঠান চালু নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে।
ইতিমধ্যেই করোনার সংক্রমণ রুখতে বিহার, উত্তরপ্রদেশ ও দিল্লি সরকার ৩১ মার্চ পর্যন্ত ওই রাজ্যগুলির সব স্কুল, কলেজে ছুটি ঘোষণা করেছে।
Social Plugin