পরীক্ষকের কাছে নিয়ে যাওয়ার আগে মাধ্যমিক পরীক্ষার ৭৩টি খাতা হারিয়ে ফেললেন শিক্ষক। ঘটনাটি ঘটেছে কোচবিহার জেলার তুফানগঞ্জে।

ঘটনায় পুলিশের দ্বারস্থ হয়েছে ওই শিক্ষক। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, শুক্রবার মাধ্যমিকের ইংরেজি খাতা মুখ্য পরীক্ষকের কাছে দিতে যাচ্ছিলেন কোচবিহারের এক শিক্ষক। তিনি তুফানগঞ্জ ১ নম্বর ব্লকের দেউচড়াই হাইস্কুলে পড়ান।

এ বছর মাধ্যমিক পরীক্ষার ইংরেজি ভাষার ৭৩টি উত্তরপত্র দেখার দায়িত্ব পেয়েছিলেন তিনি। খাতা দেখার শেষে মুখ্য পরীক্ষকের কাছে খাতা জমা দিতে যাচ্ছিলেন তিনি। কিন্তু রাস্তাতেই আচমকা তাঁর বাইক থেকে খাতাগুলি পড়ে যায় বলে জানিয়েছেন ওই শিক্ষক। তিনি বুঝতেও পারেননি।

গন্তব্যস্থলে পৌঁছনোর পর তিনি দেখেন খাতার বান্ডিল উধাও। সঙ্গে সঙ্গে মুখ্য পরীক্ষককে বিষয়টি জানান তিনি। শুরু হয় খোঁজাখুঁজি। কিন্তু শুক্রবার রাত পর্যন্ত খাতার কোনও হদিশ পাওয়া যায়নি।

এরপর রাত ১০টা নাগাদ খাতা হারিয়ে যাওয়ার কথা তিনি তুফানগঞ্জ থানায় জানান।রিপোর্ট পাওয়ার পর তদন্ত শুরু করে তুফানগঞ্জ থানার পুলিশ। ওই পরীক্ষক যে রাস্তা দিয়ে মুখ্য পরীক্ষকের বাড়ি গিয়েছিলেন, সেই রাস্তায় শুরু হয় তল্লাশি।

শনিবার সকালে তুফানগঞ্জ থেকে বলরামপুর-চৌপথি হয়ে দিনহাটা যে রাস্তা যাচ্ছে, সেখানে খোঁজাখুঁজি করে পুলিশ। বাড়ি বাড়ি গিয়ে জিজ্ঞাসাবাদও করা হয়। কিন্তু এখনও পর্যন্ত খাতা খুঁজে পাওয়া যায়নি।

বিষয়টি মধ্যশিক্ষা পর্ষদের কাছে জানিয়েছে পুলিশ ও ওই শিক্ষক। যদিও পর্ষদের তরফে কী পদক্ষেপ নেওয়া হবে তা এখনও জানানো হয়নি।