পশ্চিমবঙ্গের গরম আবহাওয়া, করোনা থেকে কত নিরাপদ বাংলা?
চিন থেকে ভারত, বাংলাদেশ বিশ্বের সর্বত্র এখন আতঙ্কের আর এক নাম করোনা। করোনা আতঙ্কে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে সংক্রমণ এড়াতে নানাবিধ নিধান দিচ্ছে। কীভাবে, কিসে করোনা থেকে বাঁচা সম্ভব তা নিয়েও চলছে জোর প্রয়াস। এরই মাঝে তাপমাত্রার ওপর করোনা কতটা নির্ভরশীল তাও আলোচনার কেন্দ্রবিন্দু।
নোভেল করোনা ভাইরাস সম্পর্কে জানুন বিস্তারিত- ড. অজয় মণ্ডল
নোভেল করোনা ভাইরাস সম্পর্কে জানুন বিস্তারিত- ড. অজয় মণ্ডল
সোশ্যাল মিডিয়ায় জোর চর্চা চলছে করোনা ও তাপমাত্রার সম্পর্ক। চলছে গবেষণাও। একদল গবেষকের দাবি, তাপমাত্রা বাড়লে করোনা ভাইরাসের ওপর প্রভাব পড়ে। আবার, আর একদল গবেষক দাবি করছে, ক্রমাগত জিনগত পরিবর্তন করে চলে এই ভাইরাস। এর জেরে আরও ভয়ঙ্কর হয়ে উঠছে দিন দিন। তবে তাপমাত্রা বাড়লে ক্ষমতা হারাবে করোনা ভাইরাস এমনটা মেনে নিতেও রাজি নন কেন্দ্র। স্বাস্থ্যমন্ত্রকের জানায়, ভাইরাসের চরিত্র অজানা। আর তাই উচ্চ তাপমাত্রায় করোনা ক্ষমতা হারাবে নাকি বাড়বে সে বিষয়ে কোনও সিদ্ধান্তেই আসা যাচ্ছে না।
চিনের এক গবেষণায় জানা গেছে, তাপমাত্রা ৮.৭২ ডিগ্রী সেলসিয়াস বাড়লেই এই ভাইরাসের সংক্রমণ কমছে। যদিও, বিশেষজ্ঞরা দাবি, হু যতক্ষন এ বিষয়ে সিলমোহর দিচ্ছে না ততক্ষণ এমন আশা করার যুক্তি নেই।
অন্যদিকে চিনের পেকিং ইউনিভার্সিটি স্কুল অফ লাইফ সায়েন্সের গবেষকরা বলছে, জিনগত পরিবর্তন করে আরও ভয়ঙ্কর হয়ে উঠছে এই ভাইরাস।
সারা বিশ্বে করোনা আক্রান্তের রিপোর্ট প্রকাশ করেছে হু
সারা বিশ্বে করোনা আক্রান্তের রিপোর্ট প্রকাশ করেছে হু
আবার অন্যদিকে, জানা গেছে হু মনে করছে এইচআইভি ও ইবোলা আক্রান্তের জন্য ব্যবহৃত ওষুধ প্রয়োগেও মিলছে সাড়া। চলছে গবেষণা, খুব শীঘ্রই ওষুধ আবিষ্কার হবে বলে আশাবাদী বিজ্ঞানীরা।
এই পরিস্থিতিতে সতর্ক থাকা ছাড়া উপায় নেই। হু এর নিধান অনুযায়ী করোনা এড়ানোর প্রক্রিয়া চালাতে হবে।
অন্যদিকে, কেন্দ্র সরকারের তরফ থেকে জানানো হয়েছে আতঙ্ক না ছড়িয়ে সতর্ক থাকার। সর্বোপরি, করোনা থেকে পশ্চিমবঙ্গ নিরাপদ কিনা সে বিষয়ে পুরোপুরি কিছু সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। তাই আতঙ্ক না ছড়িয়ে সতর্ক থাকুন। জ্বর, সর্দি, কাশি হলে মাস্ক ব্যবহার করুন। WHO এর নির্দেশ মেনে নিজেকেই সুরক্ষিত রাখুন। অযথা চিন্তা না করে বিধান মেনে চলুন।
অন্যদিকে, কেন্দ্র সরকারের তরফ থেকে জানানো হয়েছে আতঙ্ক না ছড়িয়ে সতর্ক থাকার। সর্বোপরি, করোনা থেকে পশ্চিমবঙ্গ নিরাপদ কিনা সে বিষয়ে পুরোপুরি কিছু সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। তাই আতঙ্ক না ছড়িয়ে সতর্ক থাকুন। জ্বর, সর্দি, কাশি হলে মাস্ক ব্যবহার করুন। WHO এর নির্দেশ মেনে নিজেকেই সুরক্ষিত রাখুন। অযথা চিন্তা না করে বিধান মেনে চলুন।
Social Plugin