![]() |
pic source: the print.in |
আজ ফের রাত আটটায় জাতির উদ্দ্যেশে ভাষণ দিতে চলেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। করোনা মোকাবিলায় কী বার্তা দেন প্রধানমন্ত্রী, তারই অপেক্ষা।
वैश्विक महामारी कोरोना वायरस के बढ़ते प्रकोप के संबंध में कुछ महत्वपूर्ण बातें देशवासियों के साथ साझा करूंगा। आज, 24 मार्च रात 8 बजे देश को संबोधित करूंगा।— Narendra Modi (@narendramodi) March 24, 2020
Will address the nation at 8 PM today, 24th March 2020, on vital aspects relating to the menace of COVID-19.
এর আগে ১৯ মার্চ জাতির উদ্দেশে ভাষণ দেন মোদি। বলেন জনতা কার্ফু পালন করার কথা। সেই সঙ্গে ওই দিন প্রধানমন্ত্রী করোনা মোকাবিলায় জনগণ বারবার বাড়ি থেকে না বেরনোর আর্জি জানান। প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে ;জনতা কার্ফু' পালন করেছে সাধারন মানুষ। সোমবার রাজ্য সরকারগুলিকে এই ব্যাপারে আরও কড়া হতে বললেন প্রধানমন্ত্রী।
ইতিমধ্যে, দেশের একাধিক শহর লকডাউন করা হয়েছে। কিন্তু লকডাউনের নিয়ম অনেকেই মানছে না। টুইটারে তিনি লেখেন, ‘লকডাউন অমান্যে কড়া আইনি ব্যবস্থা নিন। অনেকেই লকডাউন মানছেন না, নিয়ম পালন করাক রাজ্যগুলি’।
ইতিমধ্যে, দেশের একাধিক শহর লকডাউন করা হয়েছে। কিন্তু লকডাউনের নিয়ম অনেকেই মানছে না। টুইটারে তিনি লেখেন, ‘লকডাউন অমান্যে কড়া আইনি ব্যবস্থা নিন। অনেকেই লকডাউন মানছেন না, নিয়ম পালন করাক রাজ্যগুলি’।
Social Plugin