করোনা ভাইরাসের প্রকোপে সারা দেশ জুড়ে চলছে লকডাউন পরিস্থিতি। বিভিন্ন মিটিং, জনসমাবেশ এর সাথে সাথে বন্ধ করতে দেওয়া হয়েছে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় গুলি। নির্দিষ্ট সময়ের মধ্যে পাঠ্যসূচি শেষ করা হবে না বলে চিন্তিত শিক্ষামহল। এরই মধ্যে মঙ্গলবার জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করোনা ভাইরাসের মোকাবেলায় মধ্যরাত থেকে পুরো দেশে এক 21 দিনের লকডাউন ঘোষণা করেছেন। এই পরিস্থিতিতে গুজরাট সরকার ঘোষণা করলেন রাজ্যের স্কুলগুলির প্রথম থেকে নবম ও একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের পরীক্ষা ছাড়াই পরবর্তী শ্রেণীতে উন্নীত করা হবে। 

     মঙ্গলবার রাজ্যের তথ্য ও সম্প্রচার বিভাগের সেক্রেটারি  এক বিবৃতিতে বলেছেন "যে করোনা ভাইরাসের সংক্ৰমণ রুখতে স্কুলগুলি বন্ধ করে দেওয়া হয়েছে বলে গুজরাটে পরীক্ষা ছাড়াই প্রথম থেকে নবম ও একাদশশ্রেণীর সমস্ত ছাত্রকে পদোন্নতি দেওয়া হবে।"